পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের পৃথক জেলায় সড়ক দুর্ঘটনায় গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৪ জন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন জুলুর দীঘির পাড় এলাকায় রিল্যাক্স পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজির ৫ যাত্রী নিহত হন। পরে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরো ১৫ জন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নোয়াখালী, টাঙ্গাইল, পটিয়া, সিলেট, ময়মনসিংহ, ও রাঙ্গুনিয়া জেলা-উপজেলায় আরো আহত ও নিহতের ঘটনা ঘটেছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। নিহত মাওলানা মোরশেদুল হক বাণীগ্রাম মীর বাড়ি এলাকার মরহুম আব্দুর রউফের ছেলে। তিনি শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ সিনিয়র আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন।
আহতরা হলেন- শেখেরখীল ৮ নম্বর ওয়ার্ডের মরহুম রুহুল আমিনের ছেলে মো. মোজাম্মেল ও কালীপুর ইউনিয়নের মতি দেবনাথের ছেলে অলক দেবনাথ। গত সোমবার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের পাইরাং দেলা মিয়ার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় ঈদের তিন দিনে সড়কে ২ জন নিহত ও আহত হয়েছেন ৩ জন। গত সোমবার সন্ধ্যায় আরাফাত নগর ও ময়ূর ব্রিজের মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় আরাফাত হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবু ফারাজি নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে।
অপরদিকে, গত রোববার রাতে রাস্তা পার হতে গিয়ে দ্রুতবেগে আসা মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন খাদিজা বেগম। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. রহিম সরদার ও আরোহী, মো. গালিব বিশ্বাস আহত হয়।
বরিশাল ব্যুরো জানায়, বরিশালÑফরিদপুরÑঢাকা মহাসড়কের টরকি এলাকায় যাত্রীবাহী বাসের সাথে ট্যাংক লড়ির মুখোমুখি সংঘর্ষে লড়ি চালক মোক্তার মোল্লা নিহত হয়েছেন। এছাড়া আরো ১১ জন আহত হয়েছেন। আহত ৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার পরে মমহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহত লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নোয়াখালী ব্যুরো জানায়, বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় যাত্রীবাহী সিএনজি ও মালবাহী পিকআপভানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালকসহ ৩ জন নিহত ও আরও একজন আহত হয়েছে। গত রোববার সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সেতুভাঙা এলাকায় এ ঘটে। নিহতরা হলো, হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল, একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন এবং সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয়। আহত ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি কুরি জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে খালা ভাগ্নির মৃত্যু হয়েছে। এতে আহত হয় আরো তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালা মৌসুমি বেগম নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজারি গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে এবং ভাগ্নি রিয়া মনি জামালপুর জেলার টেংকিমারি গ্রামের রেজাউলের মেয়ে।
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের পটিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। গত সোমবার রাত ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন জুলুর দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের নবাব মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাঈল, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের কইস্যাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম রাফি, চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া বনিকপাড়া গ্রামের মিনতি ধরের ছেলে শুভ ধর, পটিয়া উপজেলা শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে সাব্বির হোসেন, বিশ্বজিৎ সেন ও তার স্ত্রী রূপ্না সেন। আহতরা হলো, বরিশাল জেলার আরিফুল ইসলাম, চকরিয়া উপজেলার শাহ আলম, রিজুয়ানুল হক, সুখী, আবিদ, রাফি ও সাতকানয়াির শিপলু শর্মা।
প্রত্যক্ষদর্শী ও কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম জানান, গত সোমবার রাত ৮টার দিকে একটি সিএনজি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে পটিয়ার দিকে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে চকরিয়া গামী রিল্যাক্স পরিবহনের বাস বেপরোয়া গতিতে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি মুখোমুখি চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি ৫ জন যাত্রী নিহত হন। এদের মধ্যে একজনের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাফফর আহমদে জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, সিলেটে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত রফিক মিয়া মাস্টার উপজেলার কাদিপুর গ্রামের মৃত হাসিব উল্লার ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ২টা ৪০ মিনিটে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রফিক তাজপুর বাজারে সড়ক পারাপারের সময় সিলেটগামী বি এম পরিবহন যাত্রীবাহি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই তিনি মারা যান।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলায় লড়ি ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহত রিফাত উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের মো. রইছ উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে গফরগাঁও ভালুকা সড়কের শিবগঞ্জ বাজার এলাকার টাওয়ারের মোড়ে এ ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজারহাট-গোডাউন কালিন্দিরানী সড়কের সাপলেজা পাড়া এলাকায় গত সোমবার দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ১৮ যাত্রী আহত হয়েছে। আহত ১০ জনকে চমেক হাসপাতাল ও ৫ জনকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পাশ^বর্তী বোয়ালখালী উপজেলা থেকে হিন্দুধর্মালম্বী ২৮-৩০ জন একটি মিনিবাস যোগে যাওয়ার পথে নারিশ্চা ১ নম্বর ওয়ার্ডের সাপলেজা পাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।