মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় নারী ইন্দ্রজিৎ কাউর বসবাস করেন ইংল্যান্ডের ওয়েলসে। এক কিংবা দুইবার নয় একেবারে ১৫০ বার জালিয়াতি করার পর ধরা পড়েছেন পুলিশের জালে। তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য এক এক করে ১৫০ জন প্রার্থীর হয়ে পরীক্ষা দিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, ইন্দ্রজিৎ ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে মোট ১৫০ জনের হয়ে প্র্যাকটিক্যাল এবং থিওরি দু’টো পরীক্ষায় দিয়েছেন। তার জন্য এক এক জনের কাছ থেকে ৮০০ পাউন্ডের বেশি করে নিতেন।
বিষয়টি নিয়ে আদালতে শুনানি চলাকালে জানা গেছে, দু’বছরে প্রতারণার মাধ্যমে এক লাখ ২০ হাজার পাউন্ড আয় করেছেন। ওয়েলস পুলিশ জানিয়েছে, শুধু ওয়েলসেই নয়, ইন্দ্রজিৎ ইংল্যান্ডেও অনেকের হয়ে পরীক্ষা দিয়েছেন।
দক্ষিণ ওয়েলসের গোয়েন্দারা এ বিষয়ে তদন্ত শুরু করতেই ইন্দ্রজিতের হদিস পান। ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ড এজেন্সি (ডিভিএসএ) জানিয়েছে, এক আবেদনকারী সশরীরে হাজির না থেকে বাড়িতে বসেই থিওরি পরীক্ষা দেওয়ার জন্য আর্জি জানান। সেখান থেকেই সন্দেহের সূত্রপাত।
তারপর সেই সূত্র ধরে তদন্তে নামতেই এক এক করে বহু আবেদনকারীর নাম বেরিয়ে আসে। দেখা যায়, এমন ১৫০ জন আবেদনকারী রয়েছেন যাদের হয়ে পরীক্ষা দিয়েছেন অন্য কেউ। পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত শুরু করতেই ইন্দ্রজিতের বিষয়টি প্রকাশ্যে আসে। আদালতে ইন্দ্রজিৎ স্বীকারও করেন দু’বছরে ১৫০ জনের হয়ে পরীক্ষা দিয়েছেন। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট ইউকে, মিরর ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।