মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শনিবার সারা রাত ধরে চলা ভারি বর্ষণে শহরের বিভিন্ন এলাকা ডুবে যাওয়ায় রোববার কোরবানি ঈদের দিন সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী ও দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচির বাসিন্দাদের। বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ায় ছিঁড়ে পড়া জীবন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে করাচির গার্ডেন এলাকায় ২ জন এবং কোরাঙ্গি এলাকার বিলাল কলোনিতে ১ জন মারাও গেছেন। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের প্রধান নির্বাহী সরদার সরফরাজ দেশটির সংবাদমাধ্যম জিইও নিউজকে জানান, শুক্রবার রাত থকে রোববার সকাল পর্যন্ত করাচির বিভিন্ন এলাকায় সর্বনিম্ন ৪৬ মিলিমিটার থেকে সর্বোচ্চ ১১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টিপাতের কারণ উল্লেখ করে সরদার সরফরাজ। বৃষ্টির তেজ কমে এলেও থেমে থেমে বর্ষণ এখনও অব্যাহত আছে করাচিতে। ১৩ জুলাই পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন সরদার সরফরাজ। টানা বৃষ্টিতে করাচির সব মূল সড়ক ও রাস্তা প্লাবিত হয়ে গেছে; বহু এলাকায় বাসভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি-বেসরকারি ভবনেও ঢুকেছে পানি। এদিকে বৃষ্টিপাতের ফলে করাচির বেহাল অবস্থার জন্য সিন্ধুর প্রাদেশিক সরকারকে দোষারোপ করেছে শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম-পি)। এক বিবৃতিতে এমকিউএম-পির পক্ষ থেকে বলা হয়, ‘করাচির অবকাঠামোগত অবস্থা কতখানি দুর্বল— এই বৃষ্টির মধ্যে দিয়ে তা আরও একবার স্পষ্ট হলো। রাজ্য সরকারের অদক্ষতার কারণে করাচির সড়কগুলো পুকুরে পরিণত হয়েছে।’ জিও নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।