মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্দোনেশিয়ার রাজধানীতে দেওয়া এক নীতিনির্ধারণী বক্তব্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোকে পরাশক্তিগুলোর ‘দাবার গুটি’ হিসেবে ব্যবহৃত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। ভূরাজনৈতিক নানা কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিস্থিতি বদলে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে, অঞ্চলটির অনেক দেশকে পক্ষ বেছে নিতে তুমুল চাপও দেওয়া হচ্ছে, বলেছেন তিনি। সোমবার জাকার্তায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সচিবালয়ে দোভাষীর মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এসব বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “এই অঞ্চলকে ভূরাজনৈতিক হিসাবনিকাশ থেকে দূরে রাখতে চাই আমরা, যেন অঞ্চলটি পরাশক্তিগুলোর লড়াইয়ে দাবার গুটি হিসেবে ব্যবহৃত না হয় এবং জোরজবরদস্তি কিছু না ঘটে। আমাদের অঞ্চলের ভবিষ্যৎ আমাদের হাতেই থাকা উচিত,” বলেছেন তিনি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দক্ষিণপূর্ব এশিয়ায় দীর্ঘদিন ধরেই পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক কাটাকুটি খেলা চলছে। অঞ্চলটির দেশগুলো এখন চীন ও যুক্তরাষ্ট্রের বৈরিতার মধ্যে পড়ে যাওয়া নিয়েও উদ্বিগ্ন। বাণিজ্যিক দিক থেকে শক্ত মিত্র হলেও আসিয়ানের অনেক দেশের সঙ্গে চীনের সমুদ্রসীমা নিয়ে বিরোধ আছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।