Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঝুঁকিতে বিশ্বের সবচেয়ে বড় গাছের বন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

দাবানল বাড়তে থাকায় বিশ্বের সবেচেয়ে বড় গাছ জায়ান্ট সেক্যুইজের বন পুড়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে আছে এই গাছের সবচেয়ে বড় বন। সেখানকার ওয়াশবারন পয়েন্টে শুরু হওয়া দাবানল গত ২৪ ঘণ্টায় দ্বিগুণ বেড়ে গেছে। ইতোমধ্যেই পুড়ে গেছে ১,৫৯১ হেক্টর বনাঞ্চল। অগ্নিনির্বাপণকর্মীরা দুর্গম ওই এলাকায় বিশ্বের সবচেয়ে বড় ও পুরনো এই গাছগুলোর কিয়দংশ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাবানলের কাছের এলাকায় থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে ধোঁয়ার কারণে ওই অঞ্চলের বাতাসে দূষণ বেড়েছে এবং পার্কের মনোরম দৃশ্য ঢাকা পড়েছে। গত ৭ জুলাই শুরু হয় এ দাবানল। এতে ঝুঁকিতে পড়েছে মারিপোজা বনের অন্তত পাঁচশ’ জায়ান্ট সেক্যুইজ। এগুলোর মধ্যে রয়েছে প্রায় তিন হাজার বছর পুরনো বিখ্যাত গাছ গ্রিজলি জায়ান্ট। তবে এখন পর্যন্ত এ গাছগুলোর কোনওটিই আগুনে পুড়ে যায়নি। ইয়োসেমাইটের ‘ফায়ার এন্ড অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট’ বিভাগ জানিয়েছে, গাছগুলোকে রক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এজন্য গাছগুলোর চারপাশে আদ্রতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এলাকাটি থেকে সম্ভাব্য সব জ্বালানিও সরিয়ে নেওয়া হচ্ছে। ওয়াশবার্নে দাবানলের কারণে ইতোমধ্যে প্রায় এক হাজার ৬০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ