Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পড়তে পারেন না শিক্ষক, স্কুলে তালা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

পেশায় শিক্ষক, তবে নিজে ভালোভাবে পড়তে জানেন না ইংরেজি। এমনকি বাংলা পড়তে গিয়েও বারবার আটকে যান। আর বাংলা পড়ার সময় সামনে যদি কোন যুক্তাক্ষর থাকে তাহলে রীতিমতো বেকায়দায় পড়েন। বলছি ভারতের বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চড়ুইকুড় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের কথা। সম্প্রতি বাঁকুড়ায় এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন অভিভাবকরা। শুধু তাই নয়, ওই শিক্ষককে অপসারণের দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তারা। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ে চড়ুইকুড় প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষক পদে যোগ দেন বাঁকুড়ার সোনামুখী ব্লকের বাসিন্দা ওই শিক্ষক। অভিভাবকদের দাবি, ওই শিক্ষক স্কুলে যোগ দেওয়ার পর প্রথমদিকে তেমন কোন সমস্যা হয়নি। কিছুদিন পর থেকেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় সঠিক উত্তর লিখলেও কেটে দিচ্ছেন ওই শিক্ষক। তাদের অভিযোগ ইংরেজি বা বাংলা কোনটাই পড়াতে পারেন না তিনি। সম্প্রতি উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবিতে ফেল করা অনেক শিক্ষার্থী আন্দোলনে নামেন। সেই সময় এক ছাত্রী ইংরেজিতে একটি বানান ভুল বলায় নেটমাধ্যমে তুমুল কটাক্ষের শিকার হন। আর সেই প্রসঙ্গ তুলে ধরে স্বপন পাল নামের এক অভিভাবক বলেন, ছাত্রছাত্রীদের আর দোষ কোথায়! শিক্ষক যদি এমন হন, শিক্ষার্থীরা আর শিখবে কোথায় থেকে। তার পরেও কোনো কাজ না হওয়ায় সোমবার আমরা স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়েছি।’ এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ