Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিবাহিত থাকার পরামর্শ নাগাল্যান্ড মন্ত্রীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ভারতের নাগাল্যান্ডের মন্ত্রী ও বিজেপি নেতা টেমজেন ইমনা আলং দেশের জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকার পরামর্শ দিয়েছেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পরিবার-পরিকল্পনা নিয়ে করা এক টুইটে তিনি এমন পরামর্শ দেন। টুইটারে তিনি লেখেন, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া। এর পরই তিনি লেখেন, ‘আমার মতো অবিবাহিত থাকুন’। একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই উল্লেখ করে মজার ছলে তিনি লেখেন, ‘আসুন চিরকুমারদের আন্দোলনে যোগ দিন’। নাগাল্যান্ডের মন্ত্রীর এ বক্তব্য ভাইরাল হয়ে গেছে। বহু অবিবাহিত তাদের দুঃখের কথাও জানিয়েছেন। অনেকেই প্রশংসা করছেন ইনমার হাস্যরস বোধের। দ্য হিন্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ