Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রেক্সিটের পর ইইউতে খাদ্যপণ্য রফতানি কমেছে যুক্তরাজ্যের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের খাদ্য রফতানি কমেছে ১৯ শতাংশ। ব্রেক্সিটের ১৫ মাসে খাদ্য রফতানি মূল্য কমে দাঁড়িয়েছে ২৪০ কোটি পাউন্ডে। ব্রিটিশ সরকারের এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস (এইচএমআরসি) বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক্সিটের পরে আমলাতান্ত্রিক জটিলতা দ্বিগুণ হওয়ার পাশাপাশি কভিড মহামারীর প্রভাবে দেশটির সামগ্রিক রফতানি কমে গিয়েছে। যুক্তরাজ্য চলতি বছরের প্রথম তিন মাসে সে প্রভাব কিছুটা কাটিয়ে উঠেছে। ব্রেক্সিটের কারণে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত খাদ্যপণ্যের রফতানি কমেছে ১৯ শতাংশ। গত ১৫ মাসে দেশটির খাদ্য রফতানি কমে ১ হাজার ৪০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। হ্যাজেলউডস চার্টার্ড অ্যাকাউন্ট্যাসি ফার্মের পণ্য পর্যালোচনা অনুসারে, খাদ্য রফতানি কমার পরিমাণ ব্রেক্সিটের আগের ১৫ মাসের ১ হাজার ২৮০ কোটি পাউন্ডের চেয়ে কম। পচনশীল পণ্য যেমন স্ট্রবেরি, পনির ইত্যাদির রফতানি হ্রাসের কারণে এ পতন ঘটেছে। সবচেয়ে বেশি কমেছে ফল ও সবজির রফতানি। এটি ১৫ মাসে ৪৪ শতাংশ কমে ৮৪ কোটি ৭ লাখ পাউন্ডে দাঁড়িয়েছে। ব্রেক্সিটের আগে এ দুটি পণ্য রফতানি ছিল ১৫০ কোটি পাউন্ড। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ