Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

মায়া হলো

ইনকিলাব ডেস্ক : ধারাল অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করেছিলেন চোর। গৃহকর্তার গলার অস্ত্র ধরে সবকিছু লুঠও করেছিলেন। কিন্তু ঘর ছাড়ার সময় হঠাৎ মায়া হলো। তারপর বাজার করার জন্য কিছু টাকাও দিয়ে গেলেন তাকে। পা ছুঁয়ে প্রণামও করলেন। এই ঘটনায় তাজ্জব গৃহকর্তা হরিশচন্দ্র। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কায়। খবরে বলা হয়েছে, ফারাক্কা ব্যারেজ আবাসনে হানা দেয় দুই চোর। আবাসনের বাসিন্দা হরিশচন্দ্র রায়ের বাড়িতে হানা দেন তারা। হরিশচন্দ্র স্কুলের সাবেক শিক্ষক। তার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা। এবিপি লাইভ।


ক্যালিফোর্নিয়ায় নিহত ২
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দোকানে বন্দুকধারীর হামলায় ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় সোমবার ভোরে অঙ্গরাজ্যটির ৪টি সেভেন ইলেভেন স্টোরে এ হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দাবি, স্টোরে ডাকাতির চেষ্টার পর গুলি করেছে বন্দুকধারীরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন একজনের ব্যাপারে অনুসন্ধান করছে বলে জানায় পুলিশ। ৪টির মধ্যে ৩টি হামলার সঙ্গে ঐ ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার দিন জাতীয় সেভেন ইলেভেন ব্রান্ড তাদের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছিল। গার্ডিয়ান. এবিসি নিউজ।

 

১৭ লাশ উদ্ধার
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লেগোসে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ১৭ জনের লাশ উদ্ধার করেছে। খবরে বলা হয়েছে, রবিবার ১৩টি লাশউদ্ধার করা হয়। তার আগের দিন চার জনের লাশউদ্ধার করা হয়। অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নৌকাটি যাত্রা করে। যদিও দেশটিতে রাতে নৌকা চলাচল নিষিদ্ধ। লেগোস প্রদেশের নৌপথ কর্তৃপক্ষের এরিয়া ম্যানেজার সারাত ব্রাইমাহ বলেন, প্রচণ্ড স্রোত নৌকাটিকে একটি প্রমোদতরির দিকে যায় ফলে এটি উল্টে যায়। নৌকাটিতে শিশু ক্যাপ্টেনসহ ১৬ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ