Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তাপমাত্রা বাড়ায় ব্রিটেনে সতর্কতা জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২২, ৮:১৬ পিএম

ইংল্যান্ড ও ওয়েলসের বিশাল এলাকা জুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮৬ ফারেনহাইট) ওপরে উঠে যাওয়ার আশঙ্কায় ব্রিটেন সোমবার সেখানে ‘অত্যধিক তাপ সতর্কতা’ জারি করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষত দক্ষিণ ও মধ্য ইংল্যান্ড এবং ওয়েলসে এ সপ্তাহে গরম আবহাওয়া বলবৎ থাকবে। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে সম্ভাব্য তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

স্পেন ও পর্তুগালের বেশ কয়েকটি এলাকায় দাবদাহ অব্যাহত রয়েছে, সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

এদিকে আবহাওয়া দফতরের ডেপুটি চিফ আবহাওয়াবিদ রেবেকা শারবিন জানান, আগামী সপ্তাহের প্রথম পর্যন্ত যুক্তরাজ্যে এই উচ্চ তাপ বজায় থাকবে।
তিনি আরো জানান, রবি-সোমবার নাগাদ দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, ব্রিটেনের পূর্বাঞ্চলীয় ক্যাম্ব্রিজ বোটানিক গার্ডেনে ২০১৯ সালের ২৫ জুলাই সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সূত্র : বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ