Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ‘রাজনীতির রহস্য-পুরুষ’ সিরাজুল আলম খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২২, ৬:৪২ পিএম

স্বাধীনতা সংগ্রামের প্রধান সংগঠক ও রাজনৈতিক অঙ্গনে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চার দিন আগে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হন তিনি।

ওই হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এবিএম হারুন বলেন, উনি মূলত ক্রিটিক্যাল নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চার দিন আগে রাত ১২টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি হন। অক্সিজেন সেচুরেশন নেমে যাওয়ায় উনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হওয়ায় অক্সিজেন লেভেল বেড়েছে।

তিনি বলেন, উনার থাইরয়েড সমস্যা রয়েছে। ওপেন হার্ট সার্জারি রয়েছে। নিউমোনিয়া আক্রান্তসহ বার্ধক্যজনিত বেশকিছু জটিলতা রয়েছে। আমরা চিকিৎসা অব্যাহত রেখেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ