Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়ায় ভাঙল টট্টির ২০ বছরের সংসার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২২, ৫:০৯ পিএম

এবার ভেঙে গেল ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টির ২০ বছরের সংসার। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়ে আলাদা হয়ে গেলেন টট্টি এবং তার স্ত্রী ইলারি ব্লাসি। ফেব্রুয়ারিতে ৩৩ বছর বয়সী সুন্দরী নোয়েমা বচ্চির সঙ্গে টট্টির পরকীয়ার গুঞ্জন ওঠে।

গত মৌসুমে টট্টির সাবেক ক্লাব রোমার ম্যাচে বচ্চিকে গ্যালারিতে দেখা যায়। সেখানে টট্টির কয়েক সারি সামনে বসেছিলেন সেই মডেল। এরপর থেকেই শুরু হয় টট্টির সঙ্গে ব্লাসির বিচ্ছেদ নিয়ে জল্পনা। যদিও টট্টি এবং তার স্ত্রী বেশ কয়েকবারই নিজেদের বিচ্ছেদের সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।


তবে শেষ পর্যন্ত সোমবার (১১ জুলাই) টট্টির স্ত্রী ব্লাসি তাদের বিচ্ছেদের খবর জানিয়ে বলেছেন, ‘২০ বছর এবং তিনটি সুন্দর সন্তানের পর টট্টির সঙ্গে আমার সম্পর্ক চুকে গেছে। এটা ব্যক্তিগত বিষয় এবং আমি এই ব্যাপারে আর কোনো কথা বলব না।’


এরপর এক বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন টট্টিও। শত চেষ্টার পরেও সংসার টিকিয়ে রাখতে পারেননি জানিয়ে এই বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, ‘সমস্যা সমাধানের অনেক চেষ্টা করেছি, তবে আজ বুঝেছি, পৃথক হয়ে যাওয়াটাই নিয়তি।’


২০০২ সালে মডেল-অভিনেত্রী ব্লাসির সঙ্গে সম্পর্কে জড়ান টট্টি। এর বছর তিনেক পরই তার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন টট্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ