Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্র হত্যা করে ইভিএমে ভোট ডাকাতির নতুন ষড়যন্ত্র চলছে: রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২২, ৯:২০ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন গনতন্ত্র অপহরণের প্রধান হোতা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তিনি বার বার গনতন্ত্রকে হত্যা করে আবার ইভিএম এর মাধ্যমে ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করতে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। কিন্তু তিনি আর সফল হবেন না। এ দেশের জনগণ ইভিএম মেনে নেবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে এবং নির্বাচন হবে ব্যালটে সিলের মাধ্যমে।

আজ সন্ধ্যায় রাজধানীতে এক মশাল মিছিল শেষে তিনি এসব কথা বলেন। মশাল মিছিলটি যাত্রাবাড়ি মাছের আড়ৎ এর সামনে শনিআখড়া গিয়ে শেষ হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা শিপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী আহমেদ আরও বলেন সরকারের সীমাহীন দুর্নীতির কারণে বার বার গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ছে। জনগণের টাকা লুট করতে এসব জিনিসের দাম বাড়াচ্ছে সরকার। তিনি বলেন বর্তমানে বাংলাদেশে শ্রীলঙ্কার সকল অবস্থা বিদ্যমান। দেশকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করতে হলে এ সরকারকে বিদায় করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ