মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবারই পদত্যাগ করছেন। এদিন তিনি পার্লামেন্ট স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এছাড়া আগামী মার্চের আগেই প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আগামী মার্চের আগেই অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার বিকেলে সিনিয়র একটি রাজনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে বলে রোববার খবর দিয়েছে শ্রীলঙ্কার জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি মিরর।
খবরে বলা হয়েছে, শনিবার স্পিকার ঘোষণা করেছিলেন যে বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে তা সত্ত্বেও একটা অনিশ্চয়তা বিরাজ করছিল যে সত্যিই কি তিনি পদত্যাগ করছেন?
কিন্তু শনিবারের ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে এক আলোচনা সভায় সিদ্ধান্ত জানানো হয় যে রাজাপাকসে আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন। পরে বিক্রমাসিংহে অথবা অন্য কেউ এ পদে শপথ নেবেন।
এদিকে প্রেসিডেন্ট রাজাপাকসে কোথায় আছেন, তা এখনো অজানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।