Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাসিক এলাকায় রুশ রকেট হামলায় নিহত ১৫: ইউক্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২২, ৮:৩৬ পিএম

পূর্বাঞ্চলীয় শহর চাসিব ইয়ারে একটি আবাসিক এলাকায় রুশ রকেট হামলায় অন্তত ১৫ জন নিহত ও ২০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউক্রেনের এক জরুরি সেবার কর্মকর্তা জানান, পাঁচজনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যাও তিনি জানিয়েছে।

চাসিব ইয়ার শহরটি ডনেস্ক অঞ্চলের ক্রামাটোর্স্ক শহরের খাছে। শহরটির একটি পাঁচতলা ভবন গুড়িয়ে গেছে।

অঞ্চলটির গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, রাশিয়ার উরাগান রকেটের হামলায় এই ধ্বংসযজ্ঞ হয়েছে।

লিউডমিরা নামের এক বেঁচে যাওয়া ব্যক্তি রয়টার্সকে বলেছেন, আমার বেজমেন্টে দৌড়ে যাই। সেখানে তিনটি রকেট আঘাত হানে। প্রথমটি রান্নাঘরের কোথায়ও আঘাত করেছে। দ্বিতীয়টির কথা আমার ঠিক মনে নেই। আলোর ঝলক ছিল। আমরা দ্বিতীয় প্রবেশ পথে দৌড়ে যাই এবং সেখান থেকে বেজমেন্টে। সকালের আগ পর্যন্ত পুরো রাত আমরা সেখানে বসে ছিলাম।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রুশ সেনারা চাসিব ইয়ারে মার্কিন এম৭৭৭ হাউইটজার মজুত করা একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে।
বিবিসি’র পক্ষ থেকে চাসিব ইয়ারে হামলার বিস্তারিত স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ