Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ মাসে ভারতের ৭ অধিনায়ক নিয়ে যা বললেন সৌরভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ৩:১৪ পিএম | আপডেট : ৩:১৭ পিএম, ৯ জুলাই, ২০২২

শুরু হয় বিরাট কোহলিকে দিয়ে। এরপর একে একে, রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহর পর শিখর ধাওয়ান- গত সাত মাসে ভারত দলে সাত অধিনায়ক! একেক সিরিজে দলটির একেক জনের নেতৃত্বে খেলাটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঘনঘন অধিনায়ক পরিবর্তন নিঃসন্দেহে দলের জন্য চ্যালেঞ্জিং। ব্যাঘাত ঘটে ধারাবাহিকতায়। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও মনে করেন, বিষয়টি ভালো কিছু নয়। একই সঙ্গে অসহায় কণ্ঠে তিনি বললেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে।

সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ শুক্রবার জীবনের ইনিংসে ৫০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে এদিন ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত তার সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল অল্প সময়ে এত অধিনায়কের বিষয়টি নিয়ে। তার কথায় ফুটে ওঠে অসহায়ত্ব।

 

“আমি পুরোপুরি একমত, এত অল্প সময়ের মধ্যে ৭ জন আলাদা অধিনায়ক থাকা আদর্শ ব্যাপার নয়। কিন্তু এটি অনিবার্য পরিস্থিতির কারণে ঘটেছে। যেমন, রোহিত দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই সফরের আগে সে চোটে পড়ল। তাই আমরা কেএলকে (লোকেশ রাহুল) ওয়ানডের নেতৃত্ব দিয়েছিলাম এবং এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের জন্যও, সিরিজটি শুরু হওয়ার একদিন আগে সেও চোটে পড়ল।”

 

“ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার সময় রোহিত কোভিড আক্রান্ত হলো। এই পরিস্থিতিতে কারও দোষ নেই। সূচিই এমন যে আমাদের খেলোয়াড়দের বিশ্রাম দিতে হচ্ছে এবং এরপর চোটাঘাত তো আছেই। ‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের ব্যাপারটিও মাথায় রাখতে হয়। প্রতিটি সিরিজে প্রধান কোচ রাহুলের (দ্রাবিড়) অবস্থাটা আমরা বুঝতে পারি। অনিবার্য পরিস্থিতির কারণে আমাদের নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ