Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দ্য গডফাদার’ খ্যাত অভিনেতা জেমস ক্যান মারা গেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ৯:৫৩ এএম

হলিউডের ইতিহাসের কালজয়ী চলচ্চিত্র 'দ্য গডফাদার'-এ সনি কর্লিওনির ভূমিকায় অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা জেমন ক্যান মারা গেছেন৷ বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যান। সেদিনই অভিনেতার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যানের মৃত্যুর সংবাদ জানানো হয়।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেতার অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘ব্যথিত হৃদয়ে আপনাদের জানানো হচ্ছে যে, ৬ জুলাই বিকেলে জিমি মারা গেছেন। আপনাদের পক্ষ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা পেয়ে আমরা ধন্য। কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।’

বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতাকে নিয়ে শোক প্রকাশ করছেন তারা।

‘দ্য গডফাদার’ সিনেমায় জেমসের সহ-অভিনেতা আল পাচিনো এক বিবৃতিতে বলেছেন, ‘জিমি আমার ভাইয়ের মতো ছিল এবং দীর্ঘদিনের বন্ধু। সে বেঁচে নেই এটি বিশ্বাসই হচ্ছে না। সে ছিল চমৎকার একজন অভিনেতা, অসাধারণ পরিচালক ও খুব ভালো বন্ধু। তাকে অনেক ভালোবাসি। অনেক মিস করবো।’

অপর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো শোক বার্তায় লিখেছেন, ‘জিমির মৃত্যুর খবরে অনেক ব্যথিত।’

ব্যক্তিগত জীবনে চার বার বিয়ে করেছেন জেমস কান। কিন্তু কোনো সংসারই টেকেনি। তবে দাম্পত্য জীবনে সুখী না হতে পারলেও, কর্মজীবন নিয়ে তাকে হতাশ হতে হয়নি। জেমস কান ১৯৬৩ সালে ‘ইর্মা লা ডুস’-এর মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘দ্য গডফাদার’ সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। ১৯৭৪ সালে এই সিনেমার সিক্যুয়েলেও তাকে দেখা গেছে। এছাড়া ‘এলফ’, ‘মিজারি’, ‘ডগভাইল’, ‘অ্যালিয়েন ন্যাশন’, ‘দ্য গ্যাম্পলার’ প্রভৃতি সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য গডফাদার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ