Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ পর্বের ধারাবাহিক উড়াল দেব আকাশে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

৭ পর্বের স্বল্প বিরতির বিশেষ ধারাবাহিক নাটক ‘উড়াল দেব আকাশে’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৪০মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন, পাভেল, মাহা, মারুফ মিঠু, রুমেল ও আরো অনেকে। মারজুক রাসেল ও তানজিকা একে অপরকে ভালোবাসে। তাদের ভালোবাসায় পথে পারিবারিক, সামাজিকসহ নানান বাঁধা আসতে থাকে। বিশেষ করে তানজিকার ভাই চাষী আলম তাদের ভালোবাসার সম্পর্ক মেনে নেয় না। তারা বাড়ি থেকে পালিয়ে যায়। ভাই কষ্ট পাবে, এই কথা ভেবে ফিরে আসে। তারা বিভিন্ন সমস্যায় পরে। সেই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজতে গিয়ে নানান মজার ঘটনা ঘটতে থাকে। যত দিন যায় পরিস্থিতি ততই হাস্যরসাত্বক হতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৭ পর্বের ধারাবাহিক উড়াল দেব আকাশে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ