Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুধবার যুক্তরাষ্ট্রে মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ সদর দফতর ঘেরাও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে বিশ্ববাসীর সংহতি আদায় করতে নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতর ও মিয়ানমার কন্সুলেট ঘেরাও কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্রস্থ বেশ কয়েকটি সামাজিক ও মানবাধিকার সংগঠন। আগামী ৩০ নভেম্বর বুধবার দুপুর ১২টায় মিয়ানমার কন্সুলেট এবং ৬ ডিসেম্বর মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচির  ঘোষণা করেছে সংগঠনগুলো।
এ কর্মসূচি উপলক্ষে জনমত গড়ে তুলতে শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভের আয়োজন করেছে রোহিঙ্গাদের অধিকার রক্ষায় আন্দোলনরত সংগঠনটির নেতারা। ওয়ার্ল্ড  রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন ইউসুফের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন ১৯টি মুসলিম অর্গানাইজেশনের সমন্বয়ে গঠিত কোয়ালিশন বার্মা টাস্কফোর্সের পরিচালক আদম ক্যারল, সাউথ এশিয়ান সলিডারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমরান আনসারী, আরাকান  রোহিঙ্গা ইয়ুথ অ্যাসোসিয়েশনের নাসের আক্তার, গ্রীন টাচের ফারজানা ইসলাম, মোহাম্মদ বাচ্চু মিয়াসহ আরো অনেকে। এসময় মহিউদ্দিন ইউসুফ বলেন, ‘আমেরিকান ইউনাইটেড এগেইনস্ট জেনোসাইড ইন রোহিঙ্গাস ইন মিয়ানমার’ নামে যে  কোয়ালিশন গঠন করা হয়েছে তাতে মানবতাবাদী সকল মতের মানুষ এসে শামিল হবেন। তিনি আরো বলেন, আমরা এই  কোয়ালিশন থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা গণহত্যা তদন্তে রাখাইন প্রদেশে তদন্ত টিম পাঠাবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা গণহত্যা বন্ধে আগামী ৩০ নভেম্বর নিউ ইয়র্কস্থ মিয়ানমার কন্সুলেট ঘেরাও কর্মসূচিতে সবাইকে যোগ দেয়ার আহ্বান জানান তিনি। এসময় সাংবাদিক বার্মা টাস্কফোর্সের পরিচালক আদম ক্যারল বলেন, মানবতাকে রক্ষায় দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে বিশ্বজুড়ে আওয়াজ তুলতে হবে। সাউথ এশিয়ান সলিডারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমরান আনসারী বলেন, রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘকে অবিলম্বে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে। আর এ দাবি আদায় করতে মানবাতাবাদী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এদিকে, আগামী ৬ ডিসেম্বর  বুধবার বেলা ২টায় নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি। এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনায় বাংলাদেশ সোসাইটি বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে। এ কর্মসূচি সফল করতে প্রবাসীরা দল-মতের ঊর্ধ্বে উঠে সাড়া দেবে। -নিউ ইয়র্ক টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ