Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় পৌঁছে দুঃসংবাদ পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১:৫৫ পিএম

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্টের সিরিজ খেলতে গত বুধবার শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছে দুঃসংবাদ পেল পাকিস্তান। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির এক স্টাফ। তাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে আইসোলেশনে।

আক্রান্ত সেই স্টাফের নাম মালাং আলী। তিনি পাকিস্তান দলের ক্রিকেটারদের ম্যাসাজ সেবা দেওয়ার কাজ করে থাকেন।

শ্রীলঙ্কার নিয়মানুসারে বর্তমানে তাকে পাঁচ দিনের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। শেষ দিন আবারও র‍্যাপিড এন্টিজেন পদ্ধতির করোনা পরীক্ষা করা হবে তার। সেই টেস্টে নেগেটিভ এলে তবেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।

টিম ম্যানেজমেন্টের ১৩ সদস্য নিয়ে গত বুধবার পাকিস্তান দল কলম্বোয় নামে। লঙ্কান মুল্লুকে পা দেওয়ার পরই নিয়মানুসারে করোনা পরীক্ষা করা হয় পুরো দলের। সেখানেই মেলে এই দুঃসংবাদ। দলের বাকি সদস্যরা অবশ্য করোনামুক্তই আছেন এখন পর্যন্ত। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আজ শুক্রবার কলম্বোয় পাকিস্তান দল অনুশীলন শুরু করবে। আগামী ১১ থেকে ১৩ জুলাই তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপর ১৬ জুলাই গলে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুই দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ