নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়েস্ট ইন্ডিজ সফলে টেস্টে ব্যর্থতার পর টি-টোয়েন্টিতেও হতাশ করলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। বৃহস্পতিবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে টি-টোয়েন্টিতেও ২-০ তে হারলো বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে ১৬৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সেই লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। এর আগে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ফলাফল হয়নি, আর দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা জয় পায় ৩৫ রানের ব্যবধানে।
টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে দেখেশুনে খেলতে থাকেন বিজয় ও লিটন। ব্যাটিং ইনিংসে প্রথম বাউন্ডারি আসে তৃতীয় ওভারে। কাইল মেয়ার্সের বলে দলের হয়ে প্রথম বাউন্ডারি হাঁকান লিটন। ভালো শুরুর পর ১১ বলে ১০ রান করে বিদায় নেন বিজয়।
এরপর ক্রিজে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাকিব আল হাসান। কিন্তু আক্রমণাত্মক শট খেলতে গিয়ে তৃতীয় বলে উইকেট দেন তিনি। রোমারিও শেফার্ডের বল উড়িয়ে মারতে গিয়ে ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি সাকিব। দারুণ এক ক্যাচ নেন স্মিথ। ৩ বলে ৫ রান করে আউট হন সাকিব।
তার বিদায়ের পর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন লিটন। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ষষ্ঠ হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে আউট হন তিনি। ৩ চার ও ২ ছক্কায় ৪১ বলে ৪৯ রান আসে লিটনের ব্যাট থেকে।
এরপর ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন আফিফ হোসেন। রিয়াদ শুরু থেকেই ছন্দ খুঁজে পাননি। তিনি ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২০ বলে ২২ রানের বেশি করতে পারেননি।
আফিফ অবশ্য হয়েছেন রান আউট। নিজের হাফ সেঞ্চুরি পূরণের পর আরও এক রান নিতে দৌড়ান তিনি। নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের নৈপুন্যে তাকে ফিরতে হয় রান আউট হয়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
১৬৪ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে জিতেছে ক্যারিবিয়ানরা। কাইল মেয়ার্স ও নিকোলাস পুরানের বিস্ফোরক ব্যাটিংয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ১০ বল বাকি থাকতে।
৩৮ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৫৫ রান করেন মেয়ার্স। ছক্কায় ম্যাচ শেষ করে আসা পুরান পাঁচটি করে ছক্কা ও চারে ৩৯ বলে করেন ৭৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।