মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের একটি সামরিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরও দক্ষিণ চীন সাগরে মার্কিন নীতির কোনো পরিবর্তনের আশা করছে না বেইজিং। বরং ট্রাম্প এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য গড়ে তুলতে সচেষ্ট হবেন বলে মনে করছেন চীনের বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষকরা। গত শুক্রবার বেইজিং-এ দক্ষিণ চীন সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৎপরতার ওপর প্রথম কোনো সামরিক গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নীতির প্রধানতম লক্ষ্য হচ্ছে, দক্ষিণ চীন সাগরে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যদিও প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প দক্ষিণ চীন সাগর নিয়ে তেমন কিছুই বলেননি, তারপরও চীনা বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নিরাপত্তা নীতিতে পরিবর্তনের চেয়ে আগের ধারাবাহিকতাই বেশি থাকবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।