Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় মিয়ানমার দূতাবাসে হামলার পরিকল্পনাকারী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আগামী মাসে যেকোন সময় ইন্দোনেশিয়ায় মায়ানমার দূতাবাসে হামলার পরিকল্পনাকারী সন্দেহ ভাজন এক জঙ্গিকে হামলার প্রয়োজনীয় সরঞ্জামসহ আটক করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। গ্রেফতারকৃত জঙ্গি নিজেকে আইএস সদস্য বলে দাবি করে। পরিচয় শনাক্ত করতে গিয়ে দেখা যায় তার নাম রিও প্রিয়াটনা উইবোওয়া (২৩)। সে কৃষি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং পেশাদার বোমা তৈরিকারক। সে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা বানায় যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলায় ব্যবহার করা হয়। উল্লেখ্য যে এর আগে এই রকমই পরিকল্পনা করে হামলা চালানো হয় ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি নাইটক্লাবে যেখানে প্রায় ২০২ জন নিহত হয়। এই বছরের জানুয়ারিতেও জাকার্তায় জঙ্গি হামলা চালানো হয় যেখানে প্রায় ৪ জন লোক নিহত হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ