Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামাল ভূঁইয়াকে নিয়ে টানাটানি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ৯:৩৪ পিএম

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা লড়াই এখনো শেষ হয়নি। লিগ শেষ হতে আর বাকি চার রাউন্ড। তবে এর আগেই আগামী মৌসুমের জন্য ঘর গোছাতে নেমে পড়ে লেগেছে বড় ক্লাবগুলো। বিশেষ করে জাতীয় দলের অধিনায়ক ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াকে নিয়ে শুরু হয়েছে টানাটানি। কারণ ক’মৌসুম ধরে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা জামালের দল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ফলে তাকে পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন কয়েকটি ক্লাবের কর্মকতারা। এ বিষয়ে জামাল ভূঁইয়া বৃহস্পতিবার বলেন, ‘সাইফের সঙ্গে আমার চুক্তি শেষ হওয়ার পথে। এখনো অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হইনি। তবে কয়েকটি ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করছে।’

সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় পরিবর্তন আসার পর জামাল ভূঁইয়াকে অধিনায়কত্ব থেকে বাদ দেয়া হয়। নতুন অধিনায়ক ও নয়া ব্যবস্থাপনায় সাইফ এখন লিগে বেশ ছন্দেই রয়েছে। তবে সাইফ স্পোর্টিং ধরে রাখতে চাইলে সেটা বিবেচনায় থাকবে জামাল ভূঁইয়ার, ‘এখনো তারা আমাকে কিছু বলেনি। যদি আলোচনা করে অবশ্যই বিবেচনা করবো।’

সাইফ স্পোর্টিংয়ের কয়েকজন ফুটবলারের সঙ্গে শেখ রাসেল ক্রীড়া চক্র ইতোমধ্যে যোগাযোগ করেছে বলে জানা গেছে। এর মধ্যে ফয়সাল আহমেদ ফাহিম ও জামাল ভুইয়ার শেখ রাসেলে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। আগামী মৌসুমে অভিষেক হতে যাওয়া ফর্টিজ স্পোর্টিংও বেশ মোটা অংকের টাকা নিয়ে মাঠে নামছে জামালকে পেতে। জানা গেছে, ইতোমধ্যে জামালের সঙ্গে তিনটি ক্লাবের যোগাযোগ চলছে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ