Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগ্রার জামে মসজিদ খুঁড়তে চেয়ে হাইকোর্টে আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ভারতে মন্দির-মসজিদ বিতর্ক জিইয়ে রাখাছে একটি গোষ্ঠী। আরো একটি ঐতিহ্যবাহী জামে মসজিদের তলায় খোঁড়াখুড়ির জন্য হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। এবার আগ্রার জামে মসজিদে প্রত্নতাত্ত্বিক খননকার্য চালাতে চেয়ে আবেদন করা হয়েছে এলাহাবাদ হাইকোর্টে। আবেদনকারী আইনজীবী বরুণ কুমারের দাবি, মসজিদটির সিঁড়ির নীচে ঠাকুর কেশব দেবজী’র বিগ্রহ লুকিয়ে রাখা থাকতে পারে। একই বিষয়ে নিম্ন আদালতেও আবেদন করেন তিনি। তবে সেখানে এখনো তার কোনো শুনানি হয়নি। কিছুদিন আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছিলেন, হিন্দু সংগঠনগুলোর দেশের সব মসজিদ খোঁড়ার দরকার নেই। তবে তার এই নির্দেশের তোয়াক্কা করা হচ্ছে না, এটিই তার প্রমাণ। আগ্রার এই শাহী জামে মসজিদের আর এক নাম জাহানআরা মসজিদ। এখানে রোজ নামাজ আদায় করতে আসা ইনামুদ্দিন নামে এক ব্যক্তি বলছেন, এই মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন শাহজাহানের কন্যা জাহানআরা। তার বিয়ের জন্য সঞ্চিত অর্থই তিনি এই মসজিদ নির্মাণে খরচ করেছিলেন। ইনামুদ্দিন আরো বলেন, মসজিদের সিঁড়ির নীচে বিগ্রহ চাপা দেয়া আছে- এর কোনো প্রমাণ নেই। বিনাকারণে এখানে খোঁড়াখুঁড়ি করার কোনো মানে হয় না। আজকাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ