Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মহারাষ্ট্রে সুফি বাবাকে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ভারতের মহারাষ্ট্রে এবার ‘সুফি বাবা’ নামে খ্যাত এক মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাসিক জেলার খাজা সৈয়দ চিশতি নামের ওই ধর্মীয় নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে সেখানে। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের নাসিক জেলার ইয়োলা টাউনে অজ্ঞাতপরিচয় চার দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে। পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের মোটিভ এখনো স্পষ্ট নয়। আততায়ীরা তার মাথা লক্ষ্য বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান ‘সুফি বাবা’। হত্যার পর খাজা চিশতির গাড়ি নিয়েই এলাকা ত্যাগ করে বন্দুকধারীরা। এ ঘটনায় ইতোমধ্যে একটি হত্যামামলা করেছে পুলিশ। আততায়ীদের ধরতে তল্লাশি চলছে। হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ‘সুফি বাবা’র গাড়ি চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জানা গেছে, ৩৫ বছরের ওই আধ্যাত্মিক নেতা আফগানিস্তানের বাসিন্দা। তিনি স্থানীয়দের কাছে ‘সুফি বাবা’ হিসেবে পরিচিত ছিলেন। নাসিকের ইয়োলা টাউনে বেশ কয়েক বছর ধরে বসবাস করছিলেন ‘সুফি বাবা’। তবে মৃত্যুর পিছনে ধর্মীয় কারণ নেই বলেই জানিয়েছে পুলিশ। পুলিশের জানায়, স্থানীয় লোকদের সহযোগিতায় ‘সুফি বাবা’ একটি জমি কিনেছিলেন। সেই জমি নিয়ে বিরবাদের জেরেই তাকে খুন করা হতে পারে। আজকাল।



 

Show all comments
  • FORID ৭ জুলাই, ২০২২, ১২:৩৩ এএম says : 0
    INDIA AREKBAR DIVIDE HOWA DORKAR. ALADA MUSLIM RASHTRO CHAI.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ