Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকযুদ্ধ শ্রীলঙ্কার পার্লামেন্টে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

শ্রীলঙ্কার পার্লামেন্টে মঙ্গলবার বাকযুদ্ধ হয়েছে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে ও বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসার মধ্যে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, স্পিকার মাহিন্দ ইয়াপা আবেওয়ার্ডেনে তাদেরকে সতর্ক করেন। তিনি তাদেরকে জানিয়ে দেন যদি পার্লামেন্টে এজেন্ডা অনুসরণ করা না হয় তাহলে তিনি অধিবেশন সাসপেন্ড করবেন। জবাবে প্রেমাদাসা বলেন, প্রধানমন্ত্রী যে এজেন্ডায় কথা বলেছেন তার জবাব দেয়ার অধিকার আছে তার। এখানে প্রেমাদাসা ও প্রধানমন্ত্রীর মধ্যে কথোপকথন ডেইলি মিরর থেকে হুবহু তুলে ধরা হলো- সাজিথ প্রেমাদাসা: প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে তার বক্তব্য শেষ করেছেন। আসলে তিনি ব্যর্থ হয়েছেন। জ্বালানি তেল ও গ্যাস কেনার জন্য যে দীর্ঘ লাইন, তার জন্য কোনো সমাধান দিতে ব্যর্থ হয়েছেন তিনি। এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন (রণিল) বিক্রমাসিংহে। তাকে কাতারের দাতব্য বিষয়ক একটি ফান্ড নিষিদ্ধ করেছে। আর এখন সরকার ভিক্ষার থালা হাতে নিয়ে জ্বালানি কিনতে যাচ্ছে। এর আগে খবরে বলা হয়, এবার দেশে বিদ্যমান সংকট সমাধানে প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে এবং তার সরকারের পদত্যাগ দাবি করলেন কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রণজিত। তিনি প্রেসিডেন্ট ও সরকারকে পদত্যাগ করে বহুদলীয় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন। বলেছেন, পুরো সিস্টেমে পরিবর্তন আনতে হবে। দেশে যখন স্থিতিশীলতা ফিরবে তখনই নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন এই কার্ডিনাল। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। কার্ডিনাল ম্যালকম রণজিত বলেন, দুর্ভোগে থাকা জনগণের পক্ষে আমি প্রেসিডেন্ট এবং শ্রীলঙ্কার সরকারের কাছে আন্তরিক অনুরোধ রাখছি খারাপ পরিস্থিতির জন্য দায়িত্ব নিতে এবং তাদেরকে পদত্যাগ করতে। কারণ এ পরিস্থিতির অধীনে এসব পদে তাদের অব্যাহতভাবে থাকার নৈতিক কোনো অধিকার নেই। তাই জনগণের দুর্ভোগ আর না বাড়িয়ে জনগণের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করুন। এটা করা হলে জনগণই একটি বহুদলীয় অন্তর্র্বতী সরকার গঠনে সক্ষম হবে এবং পুরো সিস্টেম বদলে ফেলবে, যা হবে সবার জন্য বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ। ডেইল মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ