Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুদানের সেনাপ্রধানের বক্তব্য নাকচ করলো বিরোধী জোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

সুদানের বেসরকারি প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে দেশটির সেনাপ্রধান জেনারেল বুরহান যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে প্রতারণাপূর্ণ আশ্বাস উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী জোট। মঙ্গলবার ‘দি ফোর্স ফর ফ্রিডম অ্যান্ড চেইঞ্জ’ সেনাপ্রধানের বক্তব্য নাকচ করেছে। সংগঠনটি সামরিক জান্তার ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। এর একদিন আগে সুদানে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান। তার নেতৃত্বে দেশটিতে সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতায় এসেছিল সেনাবাহিনী। তিনি জানিয়েছেন, রাজনৈতিক এবং বিদ্রোহী দলগুলোকে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ দেবেন তিনি। গত এক সফতাহ ধরে গণতন্ত্রের দাবিতে উত্তাল সুদান। একে বলা হচ্ছে, দেশটির ইতিহাসে গণতন্ত্রের জন্য সবচেয়ে রক্তাক্ত সফতাহ। আন্দোলনকারীরা দেশটির সামরিক শাসনের সমাফিতর জন্য দেশজুড়ে আন্দোলন করে চলেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ