Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ছাপানো বন্ধ

ইনকিলাব ডেস্ক : ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে স্থানীয় মুদ্রা রুপি ছাপানো বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন। অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেছে। এর ফলে দ্বীপ রাষ্ট্রটির দুই কোটি ২০ লাখ মানুষকে কয়েক মাস ধরে চরম মুদ্রাস্ফীতি এবং বিদ্যুতের ঘাটতি সহ্য করতে হচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি ৬০ শতাংশে গিয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার দেশের মুদ্রানীতি পর্যালোচনা করা হবে। শ্রীলঙ্কা আগস্টের শেষ নাগাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ পুনর্গঠনের পরিকল্পনা পেশ করবে। রয়টার্স।

১০ কোটি টাকা
ইনকিলাব ডেস্ক : চলতি বছরের শুরুতে নির্বাচনী প্রচারের জন্য অনুদান হিসেবে ১৪ লাখ মার্কিন ডলার (১৩ কোটি আট লাখ টাকা) পেয়েছিলেন হংকংয়ের নতুন নির্বাহী জন লি। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি একাই। একক প্রার্থী হয়েও নির্বাচনী প্রচারে তিনি খরচ করেছে ১১ লাখ ডলার (১০ কোটি ২৮ লাখ টাকা)। প্রকাশিত সরকারি নথিতে এ তথ্য জানানো হয়েছে। সরকার প্রকাশিত নির্বাচনী আয়-ব্যয়ের তালিকায় দেখা গেছে, জন লি অনুদান হিসেবে পাওয়া অর্থের বড় অংশ ব্যয় করেছেন বিজ্ঞাপন, সমাবেশ, অফিস ভাড়া ও যাতায়াত হিসেবে। রয়টার্স।

হাসপাতালে আগুন
ইনকিলাব ডেস্ক : জেলা হাসপাতালে ওষুধ না পেয়ে রাগের বশে হাসপাতালেই আগুন ধরিয়ে পালিয়েছেন এক যুবক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার ছ’দিন পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গত ২৮ জুন জেলা হাসপাতালে গিয়েছিলেন রাজা আনসারি নামে এক যুবক। ওষুধ না পেয়ে রেগে গিয়ে হাসপাতালের চার তলায় আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। হাসপাতালের কর্মীরা ধোঁয়া বের হতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়ায় গোটা হাসপাতালে। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এনডিটিভি।


স্বীকারোক্তি
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তুরস্কে আটক তার দেশের পতাকাবাহী জাহাজটির ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে পুরো বিষয়টি ভালো করে পর্যালোচনা করতে হবে। মস্কো সফররত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রাফায়েল ফারিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে এ আহ্বান জানান ল্যাভরভ। তিনি বলেন, তুরস্ক ও এস্তোনিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে এই জাহাজের খাদ্যশস্যের বিবরণ রয়েছে। আমাদেরকে এ বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করে দেখতে হবে। রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজ সাত হাজার টন খাদ্যশস্য নিয়ে গত বৃহস্পতিবার কৃষ্ণসাগর তীরবর্তী বারদিয়ানস্ক বন্দর ছেড়ে যায়। রয়টার্স।


২৪ বছরে সর্বোচ্চ
ইনকিলাব ডেস্ক : চলতি বছরের জুন মাসে দক্ষিণ কোরিয়ার মূল্যস্ফীতি বেড়ে দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এতে দেশটির অর্থনীতির ওপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে। জানা গেছে, জুনে দেশটির ভোক্তা মূল্যসূচক প্রত্যাশিত ছয় শতাংশের চেয়ে বেশি হয়েছে, যা ১৯৯৮ সালের পর সর্বোচ্চ। তাছাড়া দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ২০০৮ সালের পর সর্বোচ্চ। তবে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির অবস্থা এখনই খারাপ হচ্ছে না বলে জানিয়েছে অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা। আল-জাজিরা।

 

ঐতিহাসিক সাক্ষাৎ
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাস নেই ইসমাইল হানিয়া সাক্ষাৎ করেছেন। পাঁচ বছর পর জনসম্মুখে এটা তাদের প্রথম সাক্ষাৎ। খবরে বলা হয়েছে, আলজেরিয়ার স্বাধীনতা দিবসে এই দুই নেতা বিরল সাক্ষাতে মিলিত হন। আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে মঙ্গলবার বলা হয়, বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। খবরে এটাকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করা হয়েছে। পূর্বে এই দুই নেতা ২০১৬ সালের অক্টোবরে কাতারের রাজধানী দোহায় মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন। আল আরাবিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ