Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে আরটিভিতে সাপলুডু’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিনেদান রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটি আরটিভিতে প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে। সিনেমাটি আমেরিকা ইউরোপসহ বিশ্বের প্রায় ১১টি দেশে প্রদর্শিত হয়। অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে। সিনেমাটিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। প্রযোজক হিসেবে রয়েছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। নির্বাহী প্রযোজক আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ