মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলায় প্রাণ গেছে নয় জনের। আহত হয়েছেন ২৪ জন। আর এই পুরো ঘটনা ঘটানোর অভিযোগে এক ২২ বছরের যুবককে গ্রেফতার করেছে শিকাগো পুলিশ। যার নাম তৃতীয় রবার্ট ই ক্রিমো। তার বাড়ি হাইল্যান্ড পার্ক এলাকা। মার্কিন মিডিয়া জানিয়েছে, ক্রিমোর অনলাইন পোস্টগুলোতে হিংসাত্মক বিষয়বস্তু রয়েছে যা বন্দুক এবং গুলির ইঙ্গিত দেয়। শিকাগো ট্রিবিউন জানিয়েছে, আট মাস আগে তার পোস্ট করা একটি ইউটিউব ভিডিওতে একটি শয়নকক্ষ ও একটি শ্রেণিকক্ষে একজন যুবকের ছবি দেখা যায়। এছাড়া তাতে একজন বন্দুকধারীর কার্টুন এবং লোকজনকে গুলি করার দৃশ্য ছিল। নেপথ্যে একটি কণ্ঠস্বর বলে, ‘আমাকে এটা করতে হবে। ’ শিকাগোর পুলিশ সূত্রে খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন ওই আততায়ী। শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিনজনের মৃত্যু হয়। রবার্টকে ধরার যে ভিডিও প্রকাশিত হয়েছে তা ইতিমধ্যেই ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবকের গাড়ি ঘিরে রেখেছে পুলিশের বেশ কয়েকটি গাড়ি। বন্দুক উঁচিয়ে পুলিশ কর্মীরা তাকে আত্মসমর্পণ করতে বলছেন। এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘হাঁটুতে ভর দিয়ে শুয়ে পড়ুন। আত্মসমর্পণ করুন।’ অন্য দিকে, ক্রিমোকে দেখা যায় একটি হোন্ডা গাড়িতে স্টিয়ারিং হাতে বসে আছেন। এর পরও তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাকে ধাওয়া করে গ্রেফতার করে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ২২ বছরের ওই যুবক হাইল্যান্ড পার্কের পুরনো বাসিন্দা। তিনি ইউটিউবার। বিভিন্ন নামে একাধিক ইউটিউব চ্যানেল তার। কোনোটায় বন্ধুদের সাথে আড্ডা দেয়ার ভিডিও। তবে একটি ভিডিওতে দেখা যায়, তিনি তার যে সাথীদের সাথে আড্ডা দিচ্ছেন তাদের কয়েকজন স্কুলে বন্দুক নিয়ে হামলার কথা বলছেন! কী কারণে এবং কেন এই হামলা, ওই যুবকের সাথে কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে শিকাগো পুলিশ। এএফপি, এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।