Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বুরহানের শাহাদাতের ১৯ সপ্তাহ পর নামাজ হলো কাশ্মিরের জামিয়া মসজিদে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৫৮ এএম, ২৬ নভেম্বর, ২০১৬

১৯ সপ্তাহ পর সালাত আদায়ের জন্য খুলে দেয়া হলো কাশ্মিরের ঐতিহাসিক জামিয়া মসজিদ। হিজবুল মুজাহিদ্দিন কমান্ডার বুরহান ওয়ানির হত্যাকা-কে ঘিরে দীর্ঘদিন অশান্ত ছিল কাশ্মির উপত্যকা। নিরাপত্তার অজুহাতে প্রশাসন বন্ধ রেখেছিল ঐতিহাসিক এই মসজিদটি।
উল্লেখ্য, অশান্তির আবহ কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন ভূস্বর্গের আধিবাসীরা। পুলিশের সঙ্গে সঙ্ঘাত, কারফিউ জারি, বন্ধ সব মিলিয়ে বিধ্বস্ত কাশ্মিরে এখন স্বস্তির শ্বাস ফেলছে বাসিন্দারা। জামিয়া মসজিদ শেষ বন্ধ হয়েছিল ১৮২১ সালে। বুরহানের শাহাদাতের পর অশান্ত কাশ্মিরের এই পুরনো মসজিদটি বন্ধ করে দেয়া হয়। প্রথমদিকে সপ্তাহান্তে সালাত পাঠের জন্য খোলা হলেও পরে মসজিদের দরজা বন্ধ করে দেয়া হয়। এরপর গতকালই প্রথম  সালাতের জন্য খুলে দেয়া হয়। তবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী কাশ্মির ভরসা রাখছে সেনা-জওয়ানের উপর। কারফিউ জারি না হলেও নিরাপত্তার খাতিরে সেনা-ঘেরাটোপে মুড়ে ফেলা হয় জামিয়া মসজিদ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ