Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বাংলাদেশের সিঙ্গাপুর পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ হকি টুর্নামেন্টে আজ বাংলাদেশ জাতীয় দলের সিঙ্গাপুর পরীক্ষা। টুর্নামেন্টের গ্রæপ পর্বে সেরা হয়ে এখন উজ্জীবত লাল-সবুজরা। উজ্জীবিত সেই জিমি বাহিনীর সামনে প্রাক-স্থাননির্ধারনী ম্যাচে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল সিঙ্গাপুর। হংকং কিংস পার্ক হকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দু’টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচকে সামনে রেখে এখন অনেকটাই ফুরফুরে মেজাজে বাংলাদেশ। ‘এ’ গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে তারা ইতোমধ্যে প্রমাণ করেছে যে, টুর্নামেন্টে সেরার খেতাব জেতার লড়াইয়ে অন্যতম ফেভারিট তারা। দলে পাঁচ জার্মান কোচের সঙ্গে রয়েছেন স্থানীয় তারকা কোচ মাহবুব হারুন। অভিজ্ঞ ফরোয়ার্ড অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, স্বীকৃত পেনাল্টি কর্নার (পিসি) বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়নদের সঙ্গে আছেন তরুণ পিসি বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম ও ফরোয়ার্ড রোমান সরকারদের মতো খেলোয়াড়। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রনে দলটি দুর্দান্ত খেলছে হংকংয়ে। গ্রæপ পর্বের তিন ম্যাচেই চমৎকার খেলেছেন বাংলাদেশ ফরোয়ার্ড, মিডফিল্ডাররা।
প্রথম ম্যাচে স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারিয়েছিল লাল-সবুজরা। যেখানে চয়ন ও জিমি দু’টি করে গোল করেছেন। চাইনিজ তাইপের বিপক্ষে একই ব্যবধানে জেতা ওই ম্যাচে ড্রাগ এন্ড ফ্লিক স্পেশালিষ্ট আশরাফুল ইসলাম দু’টি গোল করেছিলেন। আর ম্যাকাওয়ের বিপক্ষে তো উড়ন্ত এক বাংলাদেশকেই দেখা গেলো। ১৩-০ গোলের বড় ব্যবধানে জেতা ওই ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেছিলেন আশরাফুল। এ ম্যাচেই নিজের আসল রুপ দেখিয়ে দিলেন। যদিও ম্যাচে নিয়মিত অধিনায়ক জিমি এবং আরেক পেনাল্টি কর্ণার (পিসি) স্পেশালিষ্ট চয়ন ছিলেন না। তারপরও আজ সমন্বিত প্রচেষ্টায় বড় জয় নিয়েই শেষ লড়াইয়ে পৌঁছতে চায় বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রæপে শ্রীলংকার কাছে হেরে রানার্সআপ হয়েছে সিঙ্গাপুর। যদিও দু’দলের পয়েন্ট ছিল একই (সাত)। কিন্তু বেশি গোল করার সুবাদে গ্রæপ চ্যাম্পিয়ন হয় লংকানরা। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিতলে আগামীকাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবেন জিমিরা। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রæপের রানার্স আপ হংকং ও শ্রীলংকার মধ্যকার ম্যাচের জয়ী দল। সিঙ্গাপুরকে হারাতে বদ্ধপরিকর বাংলাদেশ। হংকং থেকে মুঠোফোনে এমনটাই জানান বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তিনি বলেন, ‘টুর্নামেন্টে আমরাই ফেভারিট। শিরোপার অন্যতম দাবিদারও আমরা। তাই কোন ছাড় দিতে নারাজ সিঙ্গাপুরকে। আমাদের একমাত্র লক্ষ্য জয় তুলে নেয়া। তা কত বড় হয় সেটাই এখন দেখার বিষয়। আশাকরি আমরাই সফল হবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ