নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : দু:সময়ে বিসিবিতে নিয়েছিলেন চাকরি। ১৯৭৮ সালে বিসিবিতে প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরিতে যোগ দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দিয়েছেন সার্ভিস গোলাম মোস্তফা। তার নিজের লেখা আবেদনপত্রের উপর ভিত্তি করেই স্বাধীনতা পদক পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দৈন্যদশা থেকে জৌলুসময় জীবন, পেশাদারি বোর্ড পরিচালনায় অনেকটাই উপেক্ষিত ছিলেন। তবে বিসিবিতে উপেক্ষিত থাকলেও শেষ দিন পর্যন্ত আগলে রেখেছেন ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএমকে। বিভিন্ন ধাপের লীগের প্লেয়িং কন্ডিশন, লীগের স্ট্যান্ডিং এবং সভার কার্যবিবরণী বছরের পর বছর ধরে লিপিবদ্ধ করা, ক্লাবগুলোকে চিঠি ইস্যু করার দায়িত্ব পালন করতে করতে ঠিক এক বছর আগে করেছেন ইন্তেকাল। অভিভাবক হারানো সিসিডিএম’র ব্যানারে তাই গতকাল একদল তরুণ ক্রিকেট সংগঠক বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোলাম মোস্তফার মৃত্যুবার্ষিকী পালন করেছে। মরহুমের জন্য মাগফিরাতও দোয়া কামনায় মিলাদ মাহফিল আয়োজন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।