নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জনি বেয়ারস্টকে সেøজিং করে কি ভুলই করলেন ভিরাট কোহলি? ম্যাচের দ্বিতীয় দিনে এই বাকযুদ্ধের ১ম পর্ব ছিল। যেখানে কোহলি খোঁচা মেরে বলেন, ‘সাউথির থেকেও অনেক জোরে হচ্ছে বল, তাই না’? আর তৃতীয় দিনের ৩২ তম ওভারের সময় আবারো লেগে যান এই দুই আগ্রাসী ক্রিকেটার। যা থামাতে দুই আম্পায়ার আলীম দার ও রিচার্ড ক্যাটেলবরোকে এগিয়ে আসতে হয়। এই ঘটনার সময় বেয়ারস্টোর রান ১৩। আর সেখান থেকে করলেন দাপুটে এক শতক। পরপর তিন টেস্টে তিন সেঞ্চুরি করে ফেললেন এই ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরির পর গতকাল ভারতের বিপক্ষে এজবাস্টনে ম্যাচের তৃতীয় দিন করলেন আরেক রাজসিক শতক। এই এই রানগুলো করেছেন অসম্ভব দ্রæততার সাথে।
এই ডান হাতি ব্যাটারের ১৪০ বলে ১০৬ রানের সুবাধে ২৮৪ রানের বলার মতন এক ইনিংস দাড় করাই ইংল্যান্ড। গতকাল সকালে স্টোকস কিছুক্ষণ সঙ্গ দেয় বেয়ারস্টোকে পরে ২৫ রানে ইংলিশ কাপ্তান প্যাভিল্যনে ফিরলে, স্যাম বিলিংস এসে জুটি গড়েন। বিলিংসের ব্যাট থেকে আসে ৩৬ রান আর ম্যাচের ২য় দিন বিকেলে আউট হওয়া রুট করেন ৩১ রান। এছাড়া থ্রি লায়ন্সদের পক্ষে বলার মত রান আর কেউ করতে পারেনি। ম্যাচের ২য় দিন যেমন অধিনায়ক জাশপ্রীত বুমরা স্বাগতিকদের টপ ওর্ডার ধসিয়ে দেওয়ার কাজটি করলেও গতকাল সকাল থেকে সে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন সামি ও সিরাজ। সিরাজের শিকার ৪ উইকেট আর সামির দুইটি। ১৩২ রানের লীদ নিয়ে ভারত তাদের ২য় ইনিংস শুরু করেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৪৩ রান। প‚জারা ২২ ও বিহারি ১১ রান নিয়ে ব্যাট করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।