Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবাদে উত্তাল সারাদেশ

রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম


আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা, বর্বর নির্যাতন ও জাতিগত নিধনের প্রতিবাদে গতকাল বাদ জু’মা রাজধানী ঢাকাসহ সারাদেশ ছিল প্রতিবাদে উত্তাল। গর্জে উঠেছিল নব্য নারী হিটলার সূচির সরকারি জান্তা ও অহিংস পরম ধর্ম শ্লোগানের আড়ালে থাকা সন্ত্রাসী বৌদ্ধদের মানবতা বিধ্বংসী বর্বর অপকর্মের বিরুদ্ধে মুক্তি, শান্তি, মানবতাবাদী ও ইসলামী জনতা। বিক্ষোভ ও মিছিল চলাকালে গগনবিদারী শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল। মিছিলে মিছিলে সয়লাব হয়েছিল রাজধানী ঢাকার বায়তুল মোকাররম উত্তরগেট, প্রেসক্লাব চত্বর, বন্দর নগরী চট্টগ্রাম ও আধ্যাত্মিক নগরী সিলেটসহ বিভাগীয় জেলা ও উপজেলা শহরগুলো। দেশের সর্বত্র মিছিলের আগে পরে হয়েছে প্রতিবাদ-সমাবেশ। মিছিলগুলো বিভিন্ন সড়ক এবং এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে ও মিছিলে নেতাকর্মীদের দাবি ছিলÑ মিয়ানমারে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করতে হবে। মিয়ানমারের উপর অবরোধ আরোপ করতে হবে। মিয়ানমারের সামরিক বাহিনী ও লেডি হিটলার সূচি’র উপর গণহত্যার অভিযোগ আনতে হবে। অনতিবিলম্বে ত্রাণ তৎপরতা শুরু করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানে বাধ্য করতে হবে। ওআইসি দেশগুলো কর্তৃক মিয়ানমারের উপর অবরোধ আরোপ করার দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং মিয়ানমারের সাথে ব্যবসা-বাণিজ্য বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। গণহত্যার অভিযোগ নিয়ে মিয়ানমারের কসাইদের আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় উঠাতে হবে, বাংলাদেশে মিয়ানমারের দূতাবাস বন্ধ করতে হবে। শ্লোগানে বলা হয়, ‘বিশ্ব মুসলিম অস্ত্র ধর, মিয়ানমার দখল কর।’
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর
গতকাল বাদ জু’মা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মিয়ানমারের রাখাইন মগদস্যু আর সেনাবর্বরতায় কবর রচিত হচ্ছে মানবাধিকারের। রাখাইন রাজ্যে নিরীহ নিরস্ত্র রোহিঙ্গা মুসলিমদের অসংখ্য ঘরবাড়ি জ্বলছে, পুড়ছে মানবতা, জ্বলছে মানুষ। জ্বলেছে মুসলিম সভ্যতা-সংস্কৃতি। সন্ত্রাসী আক্রমণে-আগ্রাসনে প্রাণ হারাচ্ছে নারী, শিশু এবং বৃদ্ধসহ হাজারো মুসলিম। কোথায় আজ মানবতা? কোথায় মানবিকতা, মানবিক বিবেকবোধসহ মানবাধিকারের ধ্বজাধারী গলাবাজরা? জাতিসংঘ কী করছে? কোথায় ওআইসি?
গতকাল বাদ জু’মা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে মিয়ানমারে মুসলিম নিধন ও রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত স্মরণকালের বৃহৎ প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
প্রতিবাদ সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। এ সময় পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত রাস্তার দু’পাশ ও আশপাশের সমগ্র এলাকায় ছিল বিক্ষুব্ধ জনতায় সয়লাব এবং হেফাজতের বৃহৎ শোডাউন।
হেফাজত ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর উপদেষ্টা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, প্রধান বক্তা ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী। বক্তব্য রাখেন, ঢাকা মহানগরীর সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল লতিফ নেজামী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সহসভাপতি মুফতী ফয়জুল্লাহ, মাওলানা জাফরুল্লাহ খান, অধ্যাপক আহমদ আবদুল কাদের, মুফতি তৈয়্যেব হোসাইন, মাওলানা মুহিউদ্দীন একরাম, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা জসিমুদ্দীন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন।
সভাপতির বক্তব্যে মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, বার্মায় মুসলমানদের গণহত্যা চলছে, তা দেখে কোন মুসলমান চুপ থাকতে পারে না। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে তাঁদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা।
প্রধান অতিথির ব ব্যে মহানগর কমিটির প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, ওআইসি মুসলমানদের রক্ষায় ব্যর্থ হয়েছে। মুসলমানদের রক্ষার জন্য প্রয়োজন পৃথক মুসলিম জাতিসংঘ গঠন। মিয়ানমার মুসলমানদের রক্ষার জন্য ইসলামী জিহাদ এখন ফরজে আইন হয়ে পড়ছে।
মাওলানা আবুল হাসানাত আমিনী সরকারের উদ্দেশে বলেন, আপনারা মুসলমানদের জন্য সীমান্ত খুলে দিন। প্রয়োজনে তাঁদের জন্য প্রাচীর ঘেরা শরণার্থী শিবির করুন। যদি টাকা না থাকে তবে এর খরচের দায়িত্ব হেফাজত বহন করবে।
মুফতী ফয়জুল্লাহ বলেন, অবিলম্বে এই গণহত্যা বন্ধ করা না হলে, লাখো কালেমাপড়া নিরন্ন, নিঃস্ব মুসলমানের জন্য, অসংখ্য মুসলিম মা-বোনের জন্য টেকনাফ অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ করতে বাধ্য হবো।  ভয়াবহ বর্বরতা দেখেও নির্বিকার সন্ত্রাসী সুচিকে শান্তিতে দেয়া নোবেল পুরস্কার ফেরত নিতে হবে। মুফতী ফয়জুল্লাহ বলেন, সুচি সাম্প্রদায়িক সংঘাতকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ২ ডিসেম্বর কক্সবাজারে মহাসমাবেশ
চট্টগ্রাম ব্যুরো : মিয়ানমারের আরকানে মুসলমান নারী ও শিশু নির্যাতন এবং নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে গতকাল শুক্রবার চট্টগ্রামে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের উদ্যোগে ব্যাপক বিক্ষোভ হয়েছে। জুমার খুৎবায় ইমাম ও খতিবগণ মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান।  জুমার পর বিভিন্ন এলাকায় বের  হয় বিক্ষোভ মিছিল। এসব বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণে জোর দাবি জানানো হয়।
বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদের উত্তর গেট চত্বরে এক বিশাল সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। মিছিলপূর্ব সমাবেশে প্রধান আতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধ সন্ত্রাসী ও সরকারি বাহিনী যৌথভাবে সরাসরি হত্যাকা- চালাচ্ছে। তিনি এ গণহত্যা বন্ধ করতে হবে।
তিনি বর্ডার খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য সরকরের প্রতি দাবি জানিয়ে বলেন, অন্যথায় আপনারাও মানবতার শত্রুদের কাতারে শামিল হবেন।
হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মাওলানা জুনাইদ আলহাবিব, মাওলানা লোকমান হাকীম, মাওলানা মঈনুদ্দিন রুহী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মওলানা ইসহাক মেহেরিয়া, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মুফতি হাসান মুরাদাবাদী, মাওলানা হাজী মুজাম্মেল হক, মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা আলমগীর মাসুদ, মাওলানা হাফেজ ফায়সাল, মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ইকবাল খলিল, মাওলানা আনিসুর রহমান, মওলানা ইউনুস, মাওলানা কুতুব, মাওলানা ওসমান কাসেমী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মাওলানা আনম আহমদুল্লাহ।
সভাপতির বক্তব্যে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হাজার বছর ধরে রোহিঙ্গা মুসলমানরা বসবাস করলেও নিজ মাতৃভূমিতে তাদের নাগরিকত্ব নেই। এত অত্যাচার-নির্যাতন নিপীড়ন সহ্য করেও তারা মিয়ানমারে বসবাস করছে।
মাওলানা মঈনুদ্দিন রুহী বলেন, আরকানে মুসলমানের ওপর যে নির্মম নির্যাতন-নিপীড়ন চলছে তা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানায়।
 মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, সংবিধানের ২ অনুচ্ছেদের ২৫ (গ) ধারা অনুযায়ী রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব। অথচ আমাদের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশব্যাক করে মৃত্যুর মূখে ঠেলে দিচ্ছে।
সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে মাওলানা হাফেজ তাজুল ইসলামের মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
ছাত্রসেনার বিক্ষোভ
রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরতার প্রতিবাদে ইসলাম ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ জয়নাল আবেদীন জুবাইর বলেন, বিগত ৯ অক্টোবর থেকে মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রোহিঙ্গা মুসলমানদের উপর সামরিক জান্তার বর্বরোচিত গণহত্যা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মিয়ানমার সরকারের পরিচালিত মুসলিম হত্যাকা- গণহত্যা।  এ গণহত্যা বন্ধে এগিয়ে আসার জন্য তিনি জাতিসংঘ, ওআইসি এবং সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি তিনি আহ্বান জানান।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব- অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, মাওলানা আতাউর রহমান আরেফী প্রমুখ।  

খেলাফত মজলিস
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মিয়ানমারে চলমান নির্মম নিষ্ঠুরতা বন্ধ করতে হবে। আশ্রয়প্রার্থী রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয়ের সুযোগ দিতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো.: আবদুল জলিল প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে শেষ হয়।
উলামা-জনতা ঐক্য পরিষদের মানববন্ধন
যাত্রাবাড়ী, ডেমরা কদমতলী ও শ্যামপুর থানা উলামা-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তা হতে কাঁচপুর ব্রীজ পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন মসজিদ ও মাদরাসা হতে হাজার হাজার মুসল্লি এবং বিভিন্ন স্থান হতে বহু মিছিল মানববন্ধনে শরীক হয়। মানববন্ধনে মুফতি সুলতান আহমদের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামিয়াতু ইব্রাহীম মাদরাসার শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান, শনির আখড়া রশিদিয়া ইব্রাহীমিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হাসান, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী, শায়খুল হাদিস মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা গোলাম কবির চৌধুরী আল আজহারী প্রমুখ।
 
ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর
ইসলামী ছাত্র সমাজ ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেছেন, অবিলম্বে সীমান্ত খুলে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধনে মহানগর সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাখী জাকারিয়ার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি এহতেশাম সারোয়ার, শেখ লোকমান হোসেন, মাওলানা আশরাফুল হক, পীরজাদা সৈয়দ মোঃ আহসান, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল মাসউদ খান, কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মাদ নুরুজ্জামান।
ইসলামী ঐক্য আন্দোলন
ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশে মিয়ানমারের দূতাবাস বন্ধের দাবি জানিয়েছেন। তারা মিয়ানমারে মুসলমানদের উপর হত্যাকা- বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ জানিয়েছেন। সংগঠনের ঢাকা মহানগরীর নিয়মিত মাসিক বৈঠকে তারা এসব কথা বলেন। ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মোস্তফা তারেকুল হাসান, ডা. সাখাওয়াত হুসাইন প্রমুখ।

ইসলামী ছাত্র মজলিস
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ বলেছেন, অং সান সুচরি নোবেল কি মুসলমানদের হত্যা ও নির্যাতন করার জন্য ? বিশ্বের মুসলিমরা নোবেল দানকারীদের নিকট জানতে চায়। মিয়ানমারে মুসলিম নির্যাতন ও হত্যা বন্ধ না হলে ছাত্র-জনতা মিয়ানমার অভিমুখে যাত্রা করতে বাধ্য হবে। তিনি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর আয়োজনে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ রুখে দাঁড়ানোর দাবীতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ উবায়দুর রহমানের সভাপতিত্বে ও মহানগর উত্তরের সভাপতি আতহার বিন মোশাররফ-এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ, মুহাম্মদ সাইদুল ইসলাম সাঈদ।

ন্যাপ বাংলাদেশ
ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর চেয়ারম্যান মোহাম্মদ ফারুকুল ইসলাম ও মহাসচিব নেয়াজ আহমদ খান গতকাল এক যুক্ত বিবৃতিতে শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশকে মানবিক বিবেচনায় মিয়ানমারের নির্যাতিত ও মজলুম রোহিঙ্গা মুসলমানদের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ নির্মূল চক্রান্ত হতে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের রক্ষার্থে বাংলাদেশকে ‘‘পুশ ব্যাক” তথা মৃত্যুকূপে ঠেলে দেয়ার কৌশল বন্ধের দাবী জানিয়েছেন।

খুলনায় ইমামদের বিক্ষোভ
খুলনা ব্যুরো জানান, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের ওপর ইতিহাসের জঘন্যতম হত্যাকা-ের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলো চত্বরে গণজমায়েত ও পরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ইমাম পরিষদ। জুম্মার খুৎবায় মিয়ানমারে রোহিঙ্গা মসলিমদের সম্পর্কে আলোচনা এবং নামাজ শেষে মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়।
খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেনÑ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আ খ ম যাকারিয়া, মাওলানা নাজমুস সউদ, মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা নাসিরুদ্দিন কাসেমী, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আবুল কালাম আযাদ, মাওলানা আবুল কাসেম, মাওলানা আলী আহমাদ, মাওলানা মাসুম বিলাহ ও মাওলানা ইব্রাহিম ফয়যুল্লাহ প্রমুখ।

নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ
নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ গতকাল শুক্রবার বাদ জুমা জেলা শহরের বড় বাজার জামে মসজিদ চত্বরে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মিায়ানমারে মুসলিম গণহত্যা নির্যাতন বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের  আয়োজন করা হয়  
জেলা যুব আন্দোলনের সভাপতি গাজী আব্দুর রহিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ মাও: হাবীবুল্লাহ খান, মাও: হুসাইন আহম্মেদ, মাও: শফিকুল ইসলাম, হাফেজ আনোয়ার হুসাইন খান প্রমুখ।


না’গঞ্জে প্রতিবাদ বিক্ষোভ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর ও খেলাফত মজলিশ। গতকাল শুক্রবার শহরের বিভিন্ন মসজিদের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এর আগে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
বিভিন্ন মসজিদের মুসল্লিরা বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জন্য সরকার কোনো ভূমিকা পালন না করলে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দেয়া হবে আওয়ামী লীগ সরকারকে। তাই মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেয়ার দাবি জানান তারা। শান্তিতে নোবেল জয়ী অং সান সুচির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবিও জানানো হয় সমাবেশ থেকে।


ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হাজারো তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ
সিদ্ধিরগঞ্জ (না:গঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান: মায়ানমারে মুসলমানদের ওপর সরকারি বাহিনীর নিষ্ঠুর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে কয়েক হাজার তৌহিদি জনতা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল জুম্মার নামাজের পর ঘণ্টাব্যাপী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিমরাইল গ্লাস ফ্যাক্টরি জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনÑ মাওলানা ওমর ফারুক সন্দ্বিপী, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা ওবায়দুর রহমান ও ড. আইয়ুব আল আনসারী।
 
কেরানীগঞ্জে বিক্ষোভ সমাবেশ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার কেরানীগঞ্জে মিয়ামারের রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদ ও বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ধর্মপ্রাণ তৌহিদি জনতা । গতকাল (শৃক্রবার) জুম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দিতে  কদমতলী গোলচত্বরে এসে জমায়েত হয় । এ ছাড়া কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী, জাতীয় ইমাম সমাজ কেরানীগঞ্জ শাখা, ইত্তেফাকুল ওলামা কেরানীগঞ্জ শাখার উদ্যোগেও পৃথক ব্যানারে শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা মিছিল নিয়ে একই স্থানে জমায়েত হয় ।

মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল   
মৈৗলভীবাজার জেলা সংবাদদাতা: মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার বাদ জুম্মা শহরের শাহ মোস্তফা সড়কের দারুল উলুম মাদরাসা প্রাঙ্গন থেকে এক প্রতিবাদ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার চৌরাস্থায় এসে শেষ হয়। মাওলানা সৈয়দ মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ হাফিজ মাওলানা ময়নুল হক চৌধুরী, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আলতাফুর রহমান ছাদিকী ও হাফিজ রিয়াজুল হাসান।

আহলে হাদীস জামা’আত ও আহলে হাদীস ছাত্র সমাজ
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে আহলে হাদীস জামা’আত ঢাকা দক্ষিণের সভাপতি হাফেয মুহাম্মদ আব্দুস সামাদ মাদানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েবে আমীর ড. শায়খ মুহাম্মদ মুসলেহ উদ্দীন। আহলে হাদীস তাবলীগে ইসলামের আমীর শায়খ শামসুদ্দীন সিলেটী, আহলে হাদীস জামা’আতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এমএস আব্দুল লতীফ, আলহাজ মুহাম্মদ নওয়াব মিয়া, প্রিন্সিপ্যাল শায়খ নুরুল আলম, মাহমুদ শহীদ, মাওলানা আব্দুল হাই, শাহাদাৎ হোসাইন খান ফায়সাল।

জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ
জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ-এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল চকবাজার, বকশী বাজার, উর্দ্দু রোড হয়ে লালবাগ শাহী মসজিদে গিয়ে শেষ হয়। মিছিল-পূর্ব সমাবেশে সংগঠনের সভাপতি ক্বারী মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, খতিব মুফতি মিনহাজ উদ্দিন, মুফতি তাসলিম আহমদ, মাওলানা শামসুল হক, মাওলানা জোবায়ের আহমদ, মুফতি বশিরুল হাসান, মাওলানা হুমায়ুন আহমদ, মুফতি মুছা ইজাহার, মো. হোসাইন ও মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।

ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর
ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ঢাকা মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক, সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট জাহাঙ্গীর আলম  চৌধুরী, এডভোকেট শাহীদ রিজভী, এম. মনির হোসাইন, এসএম মোস্তফা কামাল, এবিএম আরাফাত মোল্লা, সামিউল শুভ, হাফেজ আলী আকবর, এমএম কায়সার। জাতীয় তাফসীর পরিষদ, বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ এবং নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশের মুসলমানরা মিয়ানমার অভিমুখে লংমার্চ করে মুসলমান রক্ষায় এগিয়ে যাবে। শুক্রবার বাদ জুম’আ মিয়ানমারে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে জাতীয় তাফসীর পরিষদের এক সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।



মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে ফেনীতে হেফাজতের বিক্ষোভ
ফেনী জেলা সংবাদদাতা ঃ মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে ফেনী জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।  গতকাল বাদ জুমা শহরের বিভিন্ন মসজিদ থেকে আগত লাখো মুসল্লির অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। বক্তরা অবিলম্বে বাংলাদেশসহ মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ প্রয়াস কামনা করেন। হেফাজতের সহ-সভাপ্রতি মাও: সাইফুদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও মাও: ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি রহীমুল্লাহ কাসেমী, মুফতি ইলিয়াছ, মাও: জাফর আহাম্মদ, মা:. আবুল কাসেম, মাও: জালাল উদ্দিন ফারুকী ও মুফতি কাসেম।

রাজবাড়ীতে ইমাম কমিটির বিক্ষোভ
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান,  মায়নমারের রোহিঙ্গা মসুলমানদের গণহত্যার ও পৈশাচিক নির্যাতন বন্ধের দাবিতে শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলা ইমাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শহরের রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়।
সেখানে জেলা ইমাম কমিটির সভাপতি আব্দুল হালিম, আওয়াবুল্লাহ ইব্রাহিম, ওয়ালিউর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

রূপগঞ্জে মুসল্লিদের মানববন্ধন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলার সংবাদদাতা জানান,   মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেই দেশের সেনাবাহিনী ও বৌদ্ধদের গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

টঙ্গীতে বিক্ষোভ মিছিল
টঙ্গী সংবাদদাতা  জানান, মায়ানমারে রহিঙ্গা মুসলমানদের ওপর নির্বিচারে হত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে টঙ্গীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার জুম্মাবাদ টঙ্গীর খাঁ-পাড়া, দত্তপাড়া, আউচপাড়া ও এরশাদনগরসহ বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে মুসল্লিরা মিছিল নিয়ে চেরাগআলী মার্কেট হয়ে টঙ্গী প্রেসক্লাব প্রদক্ষিণ শেষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেইটে প্রতিবাদ সমাবেশ করেন।
মাওলানা মুফতি মাসুদুল করিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় মাওলানা ইকবাল মাসুমসহ টঙ্গীর বিভিন্ন মসজিদের খতিবগণ বক্তব্য রাখেন ।

সাভারে মুসল্লিদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে  জানান, মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে সাভারে বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।
শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বিভিন্ন পয়েন্টে এই বিক্ষোভ করে তারা। বিক্ষোভে বিভিন্ন মসজিদ, মাদরাসার হাজার হাজার মুসল্লি অংশ নেন।
আশুলিয়ার নবীনগরসহ জামগড়া এলাকায় ও হেমায়েতপুরে কয়েক হাজার মুসুল্লিরা বিক্ষোভ মিছিল করে।
ইওেহাদুল উলামা লীগের ব্যানারে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। এতে নেতৃত্ব দিয়েছেন তেতুঁলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান নেতা ফখরুল আলম সমর।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে হেমায়েপুরের বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেদিয়ে শেষ হয়।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে আদর্শ যুব কল্যাণ সংঘের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাভার ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম মুফতি নজরুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

দিরাইয়ে বিক্ষোভ মিছিল
দিরাই উপজেলা সংবাদদাতা জানান, মায়ানমারে সংখ্যালঘু মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনী কর্তৃক নারী-শিশু ও পুরুষদের নির্বিচারে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে শুক্রবার বাদ জুমআ ‘জাগ্রত তৌহিদী জনতা’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা নূরউদ্দিন আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমী, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, দৈনিক ইনকিলাব সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আবিদুর রহমান মাওলানা মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।

মুরাদনগরে বিক্ষোভ মিছিল
দেবিদ্বার উপজেলা সংবাদদাতা জানান,  মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা কুমিল্লার মুরাদনগরে এক বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় দোয়েল চত্বরে উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুফতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি দ্বীন মোহাম্মদ, রহিমপুর জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসাইন, থানা মসজিদের খতিব মাওলানা আতাউল্লাহ, মুরাদনগর দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ উল্লাহ ও হিরারকান্দা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আমির হোসাইন প্রমুখ।

মুরাদনগরে প্রতিবাদ সমাবেশ
মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : রোহিঙ্গা মুসলমানদেরকে নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার জু’মার নামাজের পর এক প্রতিবাদ সমাবেশ মুরাদনগর বড় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর মুজাফফর উলুম মাদ্রাসার শিক্ষা সচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ মুরাদনগর শাখার আমির মুফতি মোহাম্মদ আমজাদ হোসেন, সেক্রেটারী ও করিমপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, সহ সভাপতি হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, রহিমপুর হেজাজিয়া মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আমির হোসেন প্রমুখ।

বিশ্বনাথে বিক্ষোভ
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিতদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনবাজারস্থ গোলচত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুক’র সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত নেতা হাসান বিন ফাহিম-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জমিয়ত নেতা মাওলানা নুরুল হক, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা কামরুল ইসলাম ছমির, মাওলানা হাফিজ শাহেদ আহমদ, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম ও দর্জি কল্যাণ সমিতির আহ্বায়ক কাওছার আহমদ।

ওসমানীনগর উত্তাল
বালাগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, মিয়ানমারে মুসলমানদের হত্যার প্রতিবাদে সিলেটের ওসমানীনগর উপজেলার প্রতিটি এলাকা মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে। গতকাল শুক্রবার জু’মার নামাজের পর প্রতিটি বাজার মসজিদ থেকে মুসলিম জনতার ব্যানারে দলমত নির্বিশেষে মুসল্লিগণ মছিল ও প্রতিবাদ সভা করেন।
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর, গোয়ালাবাজার ও দয়ামীরে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে তাজপুরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কাজী মাওলানা আব্দুছ ছালাম রশীদি, মাওলানা হোসাইন আহমদ, কাজী আমিন উদ্দিন, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুছ ছালাম প্রমুখ।

কর্মসূচি
বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল ১১টায় মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ইসলামী ঐক্যজোট আগামী রোববার রোহিঙ্গা হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল বের করবে।



 

Show all comments
  • Proloy Rahman Khan Hridoy ২৬ নভেম্বর, ২০১৬, ১:০৭ পিএম says : 0
    Allah tumi oder dekho
    Total Reply(0) Reply
  • Tamannaah ২৬ নভেম্বর, ২০১৬, ২:১০ পিএম says : 0
    আল্লাহ তুমি মুসলমানদের জান মাল ইজ্জত কে হেফাজত কর . মিয়ানমারের সাথে ব্যবসা-বাণিজ্য বন্ধ করার পদক্ষেপ নিতে হবে।
    Total Reply(0) Reply
  • Kamal ২৬ নভেম্বর, ২০১৬, ৫:২৬ পিএম says : 0
    Muslim nation is like a body. Every muslim should feel and think about genocide in Arakan. Bangladesh should help them on humanitarian ground.
    Total Reply(0) Reply
  • Mannan ২৬ নভেম্বর, ২০১৬, ৬:২৯ পিএম says : 0
    Vai daily inqilab Bangla lekha valo vabe pora jai Na.front problem
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ