মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঝড়ের কবলে পড়ে দক্ষিণ চীন সাগরে ডুবে গেছে একটি জাহাজ। শনিবার বাতাসের গতিবেগ এত বেশি ছিল যে, জাহাজটি দুই টুকরো হয়ে যায়। জাহাজটিতে থাকা ৩০ ক্রুর মধ্যে অন্তত তিন জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। খবর দ্য গার্ডিয়ানের। হংকং গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিসের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে হেলিকপ্টার এবং প্লেন পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানের এক ভিডিওতে দেখা গেছে, একজন ক্রুকে যখন হেলিকপ্টারে টেনে তোলা হচ্ছে তখন প্রচÐ বাতাসে ঢেউ ওপরে উঠছিল। ফ্লাইং সার্ভিসের তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং জাহাজটি হংকং থেকে ১৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল। স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত তিন জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। হংকং সরকারের এক বিবৃতিতে বলা হয়, জীবিত ব্যক্তিরা জানিয়েছেন, হেলিকপ্টার আসার আগেই অন্য ক্রু সদস্যরা ঢেউয়ে ভেসে গেছেন। টাইফুন চাবার উৎপত্তিস্থল দক্ষিণ চীন সাগরে। শনিবার বিকালে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে এটি আঘাত হানে। হংকং সরকার স্থানীয় সময় শনিবার ৭টা ২৫ মিনিটে জাহাজডুবির ঘটনা জানতে পারে। কর্তৃপক্ষ জানায়, জাহাজটি যেখানে ডুবে যায় সেখানে প্রতি ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছিল এবং ১০ মিটার উচ্চতার ঢেউ ছিল। দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।