Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা চতুর্থবার সাফের প্রেসিডেন্ট হলেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ৬:৪২ পিএম | আপডেট : ৬:৪৪ পিএম, ২ জুলাই, ২০২২

বাংলাদেশের ফুটবলের উন্নতি না হলেও কাজী সালাউদ্দিনের উন্নতি থেমে নেই। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন।

এই নিয়ে টানা চতুর্থবার সাফের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই (বাফুফে) সভাপতি।

এবারও প্রতিদ্বন্দ্বী ছিল না কাজী সালাউদ্দিনের। তিনি একাই জমা দিয়েছিলেন সাফের সভাপতি পদের মনোনয়ন। তাই এবারো তিনি দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় নেতা হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।


চতুর্থবারের মতো সাফের সভাপতি হয়ে আবারও তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছর থেকে নতুন টুর্নামেন্ট হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে। আগে প্রতিবার নির্বাচিত হয়েও সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজী সালাউদ্দিন।

কিন্তু সেই টুর্নামেন্ট আলোর মুখ দেখেনি। সভাপতি নির্বাচিত হলেও দুই সহ-সভাপতি পদ শূন্য। এ বিষয়ে সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘ভারত, পাকিস্তান ও নেপালের ফেডারেশনের সমস্যার কারণে পদ দুটি শূন্য। পরের কংগ্রেসে এ বিষয়ে ফয়সালা হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ