Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন রেকর্ড গড়লেন ইসনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ৫:৩৫ এএম | আপডেট : ৫:৩৯ এএম, ২ জুলাই, ২০২২

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে শুক্রবার ইতালির ইয়ানিক জিনারের বিপক্ষে ম্যাচে নতুন উচ্চতায় পা রাখেন ইসনার। কারলোভিচের ১৩ হাজার ৭২৮ ‘এইস’ ছাড়িয়ে যেতে এদিন তার প্রয়োজন ছিল ৫টি।

প্রথম গেমে তিনবার তার সার্ভ ফেরাতে ব্যর্থ হন জিনার। দ্বিতীয় গেমেই আরও তিনটি ‘এইস’ মেরে নতুন উচ্চতায় পা রাখেন ইসনার। রেকর্ড ভাঙা সার্ভটির গতি ছিল ঘণ্টায় ১৩০ মাইল।

নতুন রেকর্ড গড়ে গর্বিত ৩৭ বছর বয়সী ইসনার। এটিপি রেকর্ড রাখা শুরু করে ১৯৯১ সাল থেকে।

রেকর্ড গড়ার ম্যাচটি শেষ পর্যন্ত অবশ্য জিততে পারেননি ইসনার। তাকে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারিয়ে দেন ২০ বছর বয়সী জিনার। সবচেয়ে কম বয়সী ইতালিয়ান হিসেবে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠলেন দশম বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা এই তরুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ