Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০তম গান নিয়ে আসছেন সানি আজাদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

তরুণ সঙ্গীতশিল্পী ও সাংবাদিক সানি আজাদের গাওয়া ৫০তম গান প্রকাশিত হতে যাচ্ছে। ‘হারাতে দেবো না’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকার অনুরূপ আইচ। গানটির সুর ও সঙ্গীত করেছেন রিয়েল আশিক। গানটিতে সানির সাথে কন্ঠ দিয়েছেন রাইসা খান। ভিডিওতে সানি আজাদের সাথে পারর্ফম করেছেন মডেল সাবরিনা শানু। নির্মাণ করেছেন অন্তর হাসান। ক্যামেরায় ছিলেন এম কে মোশাররফ। ঈদে মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হবে ‘আর থ্রি টিউন’ ইউটিউব চ্যানেলে। সানি আজাদ বরাবরই নতুন সৃষ্ট গান করে থাকেন। নিজের স্বাতন্ত্র বজায় রাখার জন্য বেছে বেছে গান নির্বাচন ও গেয়ে থাকেন। সানি আজাদ বলেন, অল্প সময়ের মধ্যে আমার ৫০তম মৌলিক গান বাজারে আসছে। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। অত্যন্ত যত্ন নিয়ে গানটি করেছি। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। অনুরূপ আইচ বলেন, সানিকে শুরু থেকেই সাপোর্ট করে আসছিলাম। সে অনেক ভালো গায় এবং তার পরিকল্পনাও ভালো। উল্লেখ্য, এর আগে সানি আজাদের আধাঁর, দুই জীবন, তোর লাগিয়া, আমার যেদিন মরণ হবে, বেবী, শিরোনামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫০তম গান নিয়ে আসছেন সানি আজাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ