Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কষ্টের জয়ে তৃতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২২, ১:০৬ পিএম

উইম্বলডনে প্রত্যাবর্তনটা খুব স্বাচ্ছন্দ্যে হচ্ছে না রাফায়েল নাদালের। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ এই টেনিস তারকাকে। দ্বিতীয় রাউন্ডে লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে ৩-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে নাদাল।

প্রথম দুই সেট ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে নেন রাফায়েল নাদাল। তৃতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বেরাঙ্কিস। নাদালের বিপক্ষে এই সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। অবশ্য চতুর্থ সেটে গিয়ে আর পেরে উঠেনি বেরাঙ্কিস। ৬-৩ ব্যবধানে এই সেট জিতে তৃতীয় রাউন্ডে পা দেন দ্বিতীয় বাছাই নাদাল। তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ইতালির ২৭তম বাছাই লরেঞ্জো সোনেগো।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় তৃতীয় রাউন্ডে মিওমির কেচমানোভিচের বিপক্ষে কোর্টে নামবেন বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ