Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের অভিষেকে গান গাওয়ার কেউ নেই!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দিন যতো যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন ততোই ঘনিয়ে আসছে। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। কিন্তু এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে মূলধারার কিংবা বিখ্যাত কোনো শিল্পীকেই পাওয়া যাচ্ছে না। বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিষেক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন বিয়ন্সে ও অ্যারেতা ফ্রাঙ্কলিন। দ্বিতীয় দফা নির্বাচনের আগে প্রচারণার সময় ইন্ডি ব্যান্ড দ্য ন্যাশনাল অনেক রাজ্যে তার হয়ে গান গেয়েছে। তবে আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য বিখ্যাত কোনো শিল্পী কিংবা ব্যান্ড দলকে পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহে ট্রাম্পের ট্রানজিশন টিমের এক সদস্য জানিয়েছিলেন  বিখ্যাত গীতিকার, সুরকার ও গায়ক এলটন জন অভিষেক অনুষ্ঠানে গান গাইবেন। হোয়াইট হাউজে একমাত্র ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি সমকামীদের অধিকারকে সমর্থন করেন। এজন্য তার অভিষেক অনুষ্ঠানে গান গাইবেন সমকামী গায়ক এলটন জন। তবে এলটন জন জানিয়েছেন, তিনি জীবনেও রিপাবলিকান দলের সমর্থন করেননি। ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ