Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছেছেন। তিনি দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট ও বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াসহ এ অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পাবে। খবরে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের এসব বৈঠকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সহিংসতা ও নিপীড়ন বন্ধে বিষয়টি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরবে পাকিস্তান। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ