মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদে গ্রিন পার্টির মনোনীত প্রার্থী জিল স্টেইন তিনটি রাজ্যে পুনরায় ভোট গণনার জন্য আবেদন করতে তহবিল সংগ্রহ শুরু করছেন। এ রাজ্য তিনটি হলো মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন। গত বুধবার স্টেইনের প্রচার শিবির এ খবর জানিয়েছে। এরইমধ্যে তহবিলে প্রায় ২৫ লাখ ডলার জমা পড়েছে। জিল স্টেইন বলেছেন, ভোট কার্যক্রমে অনিয়মের সুস্পষ্ট প্রমাণের পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় ভোট গণনার জন্য তহবিল সংগ্রহ করছেন। তিনি বলেন, রাজ্য কর্তৃপক্ষের প্রকাশ করা উপাত্ত বিশ্লেষণে মোট ভোট গণনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনিয়ম পাওয়া গেছে। এক বিবৃতিতে স্টেইন বলেছেন, ২০১৬ সালের নির্বাচন আনুানিকভাবে গৃহীত হওয়ার আগেই এসব বিষয় নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। বিশ্বাসযোগ্য নির্বাচনই আমাদের প্রাপ্য। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।