মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন নৌবাহিনীর বর্তমান ও সাবেক মিলিয়ে ১ লাখ ৩০ হাজারেরও বেশি সদস্যের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য হ্যাক হয়েছে। তথ্য ফাঁস হয়ে যাওয়ার এ ঘটনা নিয়ে মার্কিন নৌবাহিনীর ফৌজদারি তদন্ত বিভাগ অনুসন্ধানে নেমেছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে। সি-ওয়ে নামে পরিচিত ক্যারিয়ার ওয়েপয়েন্টস ডাটাবেস থেকে এ তথ্য হাতিয়ে নেয়া হয়েছে। মার্কিন নৌবাহিনীর কর্মী বিভাগের প্রধান ভাইস অ্যাডমিরাল রবার্ট বুরেক এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে তিনি আরো জানান, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। অবশ্য চুরি যাওয়া তথ্য এখনো অপব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। গত মাসে তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে প্রথম জানতে পারে মার্কিন নৌবাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা নেভি টাইমসকে এ তথ্য জানিয়েছেন। মার্কিন নৌবাহিনী জানায়, তাদের সঙ্গে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ সার্ভিস এর কর্মীরা চুক্তির ভিত্তিতে কাজ করে থাকেন। আর এ হিউলেট প্যাকার্ড -এর ব্যবহৃত একটি ল্যাপটপ থেকে তথ্যগুলো হ্যাক করা হয়। নৌবাহিনী জানিয়েছে, গত ২৭ অক্টোবর হিউলেট প্যাকার্ড কর্তৃপক্ষ এ হ্যাকিংয়ের খবর অবহিত করে। আর ক্ষতিগ্রস্ত নৌসেনাদের শনাক্ত করে পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তাদের এ ব্যাপারে জানানো হবে। নৌবাহিনীর কর্মকর্তা রবার্ট ব্রুক এক বিবৃতিতে জানান, নাবিকরা এ দুর্ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছেন। এই ঘটনার সঙ্গে আমাদের নাবিকদের আস্থার বিষয় জড়িয়ে আছে। ব্রুক আর ও জানান এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্তের এ পর্যায়ে তথ্যের অপব্যবহার হওয়ার প্রমাণ মেলেনি বলেও দাবি করেছে মার্কিন নৌবাহিনী। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।