মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় তুরস্কের তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। তুর্কি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দেশটির উত্তরাঞ্চলে আসাদ বাহিনীর বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। তুর্কি সেনাদের ওপর যখন এ হামলার চালানো হয়, তখন তারা সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল। সিরিয়ায় তুর্কি বাহিনীর ওপর আসাদ বাহিনীর বিমান হামলার ঘটনা এটাই প্রথম। কুর্দিপন্থী বিদ্রোহী ও আইএস দমনে ওই অভিযান শুরু করে আঙ্কারা। এ অভিযানের অংশ হিসেবে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর তুরস্কের কিলিস প্রদেশ থেকে সিরিয়ায় প্রবেশ করে তুরস্কের সামরিক বহর। তুর্কি সেনারা প্রবেশের পরই সেখান থেকে পালাতে শুরু করে আইএস সদস্যরা। এরপর ৪ সেপ্টেম্বর রবিবার সীমান্ত থেকে আইএসের মূলোৎপাটনের ঘোষণা দেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ইন্ডিপেনডেন্ট, আল-জাজিরা, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।