Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাদ বাহিনীর হামলায় তিন তুর্কি সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় তুরস্কের তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। তুর্কি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দেশটির উত্তরাঞ্চলে আসাদ বাহিনীর বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। তুর্কি সেনাদের ওপর যখন এ হামলার চালানো হয়, তখন তারা সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল। সিরিয়ায় তুর্কি বাহিনীর ওপর আসাদ বাহিনীর বিমান হামলার ঘটনা এটাই প্রথম। কুর্দিপন্থী বিদ্রোহী ও আইএস দমনে ওই অভিযান শুরু করে আঙ্কারা। এ অভিযানের অংশ হিসেবে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর তুরস্কের কিলিস প্রদেশ থেকে সিরিয়ায় প্রবেশ করে তুরস্কের সামরিক বহর। তুর্কি সেনারা প্রবেশের পরই সেখান থেকে পালাতে শুরু করে আইএস সদস্যরা। এরপর ৪ সেপ্টেম্বর রবিবার সীমান্ত থেকে আইএসের মূলোৎপাটনের ঘোষণা দেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ইন্ডিপেনডেন্ট, আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ