মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোস্টারিকার দিকে ধেয়ে যাচ্ছে প্রলয়ঙ্করী হারিকেন ওটটো। এর প্রভাবে দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস। টুইটারে প্রদত্ত এক পোস্টে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া ক্যারিবিয়ান উপকূল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস রাস্তায় গাড়ি নিয়ে বের না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া স্যান কারলোস, উপালা এবং লস চিলিস-এর মতো ঝুঁকিপ্রবণ এলাকার হাসপাতালগুলো তাদের পূর্বনির্ধারিত সার্জারি কার্যক্রম স্থগিত রেখেছে। রোগীদের অন্যত্র হস্তান্তর করা হয়েছে। গত ২৩ নভেম্বর বুধবার বিকেল থেকে শক্তি সঞ্চয় করে কোস্টারিকা ও নিকারাগুয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে হারিকেন ওটটো। মিয়ামিভিত্তিক ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ওটটো একটি ক্যাটাগরি ওয়ান হারিকেন। বাতাসে ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৪০ কিলোমিটার। গত বুধবার রাতে কোস্টারিকার বন্দরনগরী লিমন থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল হারিকেনে পরিণত হওয়া মৌসুমী ঝড়টি। দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।