Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তায় হাঁটছিলেন মা, দুর্বৃত্তের গুলিতে মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২২, ১২:১১ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি রাস্তায় তিন মাস বয়সী শিশুকে বেবি স্ট্রলারে নিয়ে হাঁটছিলেন মা। এসময় তাকে লক্ষ্য করে গুলি করে এক দুর্বৃত্ত। এতে মর্মান্তিক মৃত্যু হয় ওই নারীর। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাত আটটার দিকে নিউইয়র্কের লেক্সিংটন অ্যাভিনিউ ও ইস্ট ৯৫ম স্ট্রিটে অজ্ঞাতপরিচয় এক নারী তার শিশুকে স্ট্রলারে নিয়ে হাঁটছিলেন। এমন সময় কালো হুডযুক্ত সোয়েটশার্ট পড়া এক ব্যক্তি পেছন থেকে এসে গুলি করে। পুলিশ জানিয়েছে, অপরিচিত একজন তার দিকে নজর রাখছিল। এরপর সামনে এসে খুব কাছ থেকে তাকে গুলি করে। পরে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে ঘাতক। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে নিউইয়র্ক পুলিশ বিভাগ। পরে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করে। তবে শিশুটি অক্ষত অবস্থায় রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলমান রয়েছে। এবিসি নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ