মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোনও প্রকার আলোচনা ছাড়াই নিষিদ্ধ করেছে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট। একইসঙ্গে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট যে ভারতের বাজারে চালু করা হয়েছে সেই বিষয়েও সরকারিভাবে আগাম কিছু জানায়নি মোদী সরকার। সেই কারণেই নেপালে অবৈধ ঘোষণা করা হয়েছে নতুন ৫০০ এবং ২০০০ টাকার ভারতীয় নোট। গতকাল নেপালের কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে, যে, ফেমা আইন অনুসারে এই মুহূর্তে নেপালে ভারতের নতুন ব্যবহার করা যাবে না। কারণ হিসেবে বলা হয়েছে যে, নেপালের কেন্দ্রীয় ব্যাংকে নোট বাতিল বা নয়া নোট চালুর বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জানানো হয়নি ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। সেই কারণেই এই কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পড়শি নেপাল এবং ভূটানে ব্যাপকভাবে ব্যবহার করা হয় ভারতীয় মুদ্রা। নেপালের একজন সাধারণ নাগরিকের নগদ ২৫ হাজার ভারতীয় মুদ্রা রাখার অধিকারও রয়েছে। কিন্তু, নেপালের কেন্দ্রীয় ব্যাংকের এহেন সিদ্ধান্তে ভারতীয়দের মতোই দোলাচলে পড়ল নেপালের স্বদেশের বাসিন্দারা। শুধু তাই নয়, এ দুই নোট বাতিলের বিশাল প্রভাব পড়তে চলেছে দেশের বাণিজ্যে। কারণ, ভারতের বাজারে চলছে না পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট। অন্যদিকে নেপালে অচল ভারতের নয়া নোট। এর জেরেই উভয় সঙ্কটের মধ্যে পড়তে হবে ব্যবসায়ীদের। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।