Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্বার গতিতে ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ৫:৫৮ এএম

উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষে দুর্বার গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা।

গত ইউএস ওপেনে বিস্ময় জাগিয়ে চ্যাম্পিয়ন হওয়া ব্রিটিশ তারকা এমা রাডুকানুর যাত্রা অবশ্য থেমে গেছে দ্বিতীয় রাউন্ডে।

অল ইংল্যান্ড ক্লাবে সাতবারের চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সী জোকোভিচ বুধবার দ্বিতীয় রাউন্ডে জেতেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে।


২০ বারের এই গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে বছরের শুরুতে ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেন না খেলে দেশটি থেকে ফিরতে হয়েছিল। এরপর ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে যান তিনি।


মেয়েদের এককে ফ্রান্সের কেহোলিন গার্সিয়ার কাছে পাত্তাই পাননি রাডুকানু। ২৮ বছর বয়সী গার্সিয়া জেতেন ৬-৩, ৬-৩ গেমে। টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জেতার পর থেকে গ্র্যান্ড স্ল্যামে টানা দুই ম্যাচ জিততে পারেননি রাডুকানু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ